মির্জাগঞ্জে বিএনপির মানববন্ধন
তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদ এবং পুনরায় স্বপদে বহলের দাবিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকার বিএনপির অস্থায়ী কার্যলয়ের সামনে এ মানববন্ধন পালন করা হয়। উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মজিবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পান্না মৃধা, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ওরেচ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য মো. জুয়েল, মির্জাগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য মো. বশির, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. শাহ আলম, মিলন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত নেতারা বলেন, মোজাম্মেল, শাহজাদা এবং সরোয়ার দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিরোধী আমলে তারা সকল প্রোগ্রামে অংশ নিয়েছে। তারা আওয়ামী লীগ সরকার কর্তৃক মামলা-হামলার শিকার হয়েছে। বারবার কারাবরণ করেছে। কিন্তু ফ্যাসিবাদী সরকার পতনের পর দলীয় গ্রুপিংয়ের ফলে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মানববন্ধনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে সঠিক তদন্ত করে তাদের স্বপদে বহালের দাবি জানাই।
উল্লেখ্য, দলীয় নির্দেশনা অমান্য করে গত ১৯ সেপ্টেম্বর চাঁদবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্রডে অভিযোগে উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. গোলাম সরোয়ার হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাদা খাঁন এবং মসজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হককে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় পটুয়াখালী জেলা বিএনপি।
এমএসএম / জামান