নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ
“ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ”—এমন মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি রেজাউল করিম মল্লিক।
রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টায় গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ উপলক্ষে তিনি গোপালগঞ্জে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
ডিআইজি মহোদয়ের গোপালগঞ্জ জেলা সফর উপলক্ষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, গোপালগঞ্জ।
বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্য এবং সিভিল স্টাফগণ তাঁদের পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা, সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠপর্যায়ের সমস্যা ও সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডিআইজি মহোদয় মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সমাধানের আশ্বাস প্রদান করেন।
বক্তব্যের শুরুতে ডিআইজি বলেন মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। নির্বাচনী পরিবেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি মাননীয় প্রধান উপদেষ্টার প্রত্যাশার কথা উল্লেখ করে বলেন, “ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, গোপালগঞ্জের কনফারেন্স রুমে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্লিক। সভায় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ডেপুটি ডিরেক্টর (এনএসআই), উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, অতিরিক্ত পুলিশ সুপার (র্যাব), গোপালগঞ্জে কর্মরত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পুলিশের সকল কর্মকর্তা এবং থানার সকল অফিসার ইনচার্জগণ।
সভায় প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করতে সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের বন্ধু হিসেবে সততা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখা এবং পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার
নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা
শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে