খুনের বিচারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
মাগুরায় চাঞ্চল্যকর খুনের আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বজন ও গ্রামবাসী। শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজের সামনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ মানববন্ধন করেনতারা। ভিকটিম পরিবারের স্বজন ও গ্রামবাসী মামলার পর চার বছর অতিবাহিত হলেও হত্যার রহস্য উদ্ঘাটন ও মামলার কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় পিবিআইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. কায়দার হোসেন, মামলার বাদী মো. তাইজেল শেখ, নিহত অন্তরের পিতা। মানববন্ধনে অন্তর হত্যার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।
মানববন্ধনে জানানো হয়, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর বুনাগাতী ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসিবুল মোল্লা তার মাদক ব্যবসা টের পেয়ে যাওয়ায় ইজিবাইকচালক অন্তরকে পরিকল্পিতভাবে হত্যা করে। ওই ঘটনায় অন্তরের পরিবারের পক্ষ থেকে হাসিবুলসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। প্রথমে এটি পুলিশ তদন্ত করে। কিন্তু সেটি সঠিক না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পিবিআই তদন্ত শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। আসামিদের মধ্যে হাসিবুল জেলহাজতে থাকলেও বাকিরা পলাতক।
মানববন্ধনে বিচারকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। পাশাপাশি অন্য আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানববন্ধনে জানানো হয়, হত্যা মামলার পলাতক আসামি আত্মগোপনে থেকে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে নিহত অন্তরের পরিবারকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে।
T.A.S / জামান