বড়াইগ্রামে ওয়ারিশ বঞ্চিত করে প্রতিবন্ধী ভাইসহ বোনদের জমি দখলের অভিযোগ
নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী ভাইসহ অন্যান্য ওয়ারিশদের কৌশলে বঞ্চিত করে তাদের জমি জবরদখলের অভিযোগ উঠেছে মোসলেম উদ্দিন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এসব বিষয়ে প্রতিবাদ করায় উল্টো ভূক্তভোগীদের নামেই মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। রোববার উপজেলার কুমরুল গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করে দ্রুত বিষয়টির সমাধান করাসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে মোসলেম উদ্দিনকে গাছের সঙ্গে বেঁধে মারপিট করাসহ ভূক্তভোগী ফিরোজ হোসেনকে যুবলীগ সভাপতি হিসাবে উল্লেখ করারও প্রতিবাদ জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী ফিরোজ হোসেন। এ সময় প্রতিবন্ধী তসলেম উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম, বোন মমতাজ বেগম ও সাহেরা বেগম।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য সুত্রে জানা যায়, মোসলেম উদ্দিন কৌশলে আদালতে তথ্য গোপন করে তার প্রতিবন্ধী ভাই তসলেম উদ্দিনসহ অন্যান্য ভাই ও বোনদেরকে বঞ্চিত করে নিজ পছন্দ অনুযায়ী ভালমানের অধিক পরিমাণের জমি দখলে নেয়। এ বিষয়টি জানতে গেলে তাদের মধ্যে গত ২২ নভেম্বর কথা কাটাকাটি হয়। কিন্তু এ বিষয়টিকে ভিন্ন খাতে নেয়ার জন্য মোসলেম উদ্দিনকে গাছের সঙ্গে বেঁধে মারপিট ও তাদের গৃহবন্দী করে রাখার কথা প্রচার করা হয়। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমেও এসব সংবাদ প্রচার করা হয়। একই সঙ্গে ফিরোজ হোসেন কোন দলীয় পদে না থাকলেও হেনস্তা করার উদ্দেশ্যে সংবাদে তাকে জোয়াড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি বলে উল্লেখ করা হয়। প্রকৃত পক্ষে কোন পদে কখনও ছিলেন না। সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভূক্তভোগীদের ওয়ারিশ অনুযায়ী প্রকৃত জমির হিস্যা বুঝিয়ে দেয়ার দাবি জানান তারা।
তবে এ ব্যাপারে জানতে চাইলে মোসলেম উদ্দিন জানান, নিয়মানুযায়ী আমি আদালতের মাধ্যমে জমির বন্টননামা করে নিয়েছি। আমি কাউকে বঞ্চিত করা বা কারো জমি দখল করে নেয়ার অভিযোগটি সঠিক নয়।
Aminur / Aminur
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার