উলিপুরে ইউপি চেয়ারম্যানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে সম্প্রতি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার পদ শূন্য ঘোষণা করা হয়। এদিকে সদ্যসাবেক চেয়ারম্যানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও তার লোকজনকে মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে শাহ আলম বসুনিয়া বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের আতাউর রহমান আতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে এলাকার আলমগীর হোসেন বসুনিয়া (৫০)-সহ একটি পক্ষ চেয়ারম্যানের বিরোধিতা করেলেন। আতা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তারা চেয়ারম্যানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তা না পেয়ে মিথ্যা অজুহাতে চেয়ারম্যানকে অপসারণ করার উদ্দেশ্যে বিভিন্ন অফিসে লিখিতভাবে ভুয়া তথ্য প্রদান করেন বলে দাবি করা হয়। গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে চেয়ারম্যান আতা তার লোকজনসহ থেতরাই বাজারে অবস্থান করাকালীন আলমগীর হোসেন বসুনিয়াসহ তার লোকজন এসে পুরনায় চেয়ারম্যানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
ওই সময় চেয়ারম্যান চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা বিভিন্ন উস্কানিমূলক কথা বলতে থাকেন। এরই একপর্যায়ে আলমগীর হোসেনের নেতৃত্বে একদল লোক চেয়ারম্যানসহ তার লোকজনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় রামদার কোপে ঘটনাস্থলে থাকা আবুল কালাম আজাদ (৫৫), শাহালম বসুনিয়া (৪৫), মফিজল হক বাচ্চা (৬০) ও আব্দুল হাই (৬২) গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে মফিজল হক বাচ্চা ও আব্দুল হাইয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় ওই রাতেই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহ আলম বসুনিয়াকে কুড়িগ্রাম সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
ওই ঘটনায় আহত শাহ আলম বসুনিয়া বাদী হয়ে আলমগীর হোসেন বসুনিয়াকে প্রধান আসামি করে ১৩ জন নামীয় ও অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারপিটের অভিযোগে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে উলিপুর থানায় মামলা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, থেতরাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি ও মারপিটের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে চেয়ারম্যানে পক্ষে ও বিপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে চেয়ারম্যানের পক্ষের লোকজন গুরুত্বর আহত হন।
T.A.S / জামান

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
