আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় রিপন সরদার গুরুতর আহত
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বারইপাড়া গ্রামের রিপন সরদার গুরুতর আহত হয়েছের। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মশিয়ারঘোপ বাজারে রুহুল আমীনের দোকানের হামলার ঘটনাটি ঘটে। তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তিনি বারইপাড়া গ্রামের বাদশা সরদারের ছেলে।
রিপন সরদার বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় মই মহিষারঘোপ বাজারে গেলে জুয়েল সরদার ও হুমাউন সরদারে নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় ওই দিন বিকালে জুয়েল সরদার ও হুমাউম সরদারসহ ১৪ জন ও অজ্ঞাত ২-৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত রিপন সরদার।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের বারইপাড়া গ্রামের জুয়েল সরদার ও রিপন সরদাদের মধ্যে গ্রাম্য দলাদলি দিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
অভিযক্তু জুয়েল সরদার বলেন, রিপন সরদার আমার চাচাতো ভাই। এই ঘটনার সাথে আমি জড়িত নই। হামলার খবর শুনে আমি মহিষারঘোপ বাজারে যাই।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামান / জামান