নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১০ ডেঙ্গু রোগী শনাক্ত
প্রতিদিনই নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নরসিংদীতে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ৬২ জন। নরসিংদী জেলার ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ গত ২৪ ঘণ্টায় প্রাইভেট হাসপাতালে কোনো রোগী শনাক্ত হয়নি।
এদিকে, সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছে নতুন করে ১০ জন। ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কেউ ডেঙ্গুতে মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ জন।
নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৯ ডেঙ্গু রোগী। জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯ জন। এছাড়া পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবদি সেবাপ্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১৬৫ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ জন।
এমএসএম / জামান