আলফাডাঙ্গায় যুবকের ওপর বারবার হামলা
ফরিদপুরের আলফাডাঙ্গায় আবু সাইদ নামে এক যুবক গত ২৩ দিন আগে হামলার শিকার হন। এতে ওই যুবকের হাত ভেঙে যায়। এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। এরই মধ্যে আবারো বিবাদীদের দ্বারা হামলার শিকার হয়েছেন তিনি। ভুক্তভোগী যুবক আবু সাঈদ শিকদার উপজেলার বানা ইউনিয়নের উথালী গ্রামের বাদশা শিকদারের ছেলে। শুক্রবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যান কাজী হারুন অর রশিদের বাড়ির সামনে হামলার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী হারুন অর রশীদ, স্থানীয় ইউপি সদস্য খোকন মোল্যাসহ ৬ জন ও অজ্ঞাত দুই-তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সুত্রে জানা যায়, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে চলতি মাসের প্রথম সপ্তাহে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধার পদত্যাগ চেয়ে আন্দোলন করেন ওই প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ওই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আবু সাঈদ শিকদার নামে এক যুবক। সে সময় প্রধান শিক্ষক, স্থানীয় ইউপি সদস্য খোকন মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী হারুন অর রশিদের নেতৃত্বে ৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার চাপলডাঙ্গা আয়শার মোড় এলাকায় আবু সাঈদসহ তার সঙ্গীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় সাঈদের বাম হাত ভেঙে যায়। বোয়ালমারী ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
হামলার ঘটনার তিন দিন পর প্রধান শিক্ষক আইয়ুবসহ বিবাদীদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মামলা করেন আবু সাঈদ। এ মামলা করার জেরে শুক্রবার সকালে বিবাদী কাজী হারুন অর রশিদের বাড়ির সামনে সাঈদের ওপর হামলা চালানো হয়। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। হামলার শিকার সাঈদকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধার ভাষ্য, তিনি এ ঘটনার কিছুই জানেন না। তবে বোয়ালমারী থানায় একটি মামলা হয়েছে, ওই মামলায় তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য আসামি করা হয়েছে।
অভিযুক্ত খোকন মোল্যা বলেন, আমরা কোনোভাবেই তার ওপর হামলা করিনি। এর আগে আমাদের বিরুদ্ধে একাধিকবার মিথ্যা অভিযোগ দিয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন
বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ
ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ
৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২
কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার
হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা
ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল
কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে সংবাদ সম্মেলন
পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
সারা দেশের ন্যায় কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত