ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

আলফাডাঙ্গায় যুবকের ওপর বারবার হামলা


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ১১:১৯

ফরিদপুরের আলফাডাঙ্গায় আবু সাইদ নামে এক যুবক গত ২৩ দিন আগে হামলার শিকার হন। এতে ওই যুবকের হাত ভেঙে যায়। এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। এরই মধ্যে আবারো বিবাদীদের দ্বারা হামলার শিকার হয়েছেন তিনি। ভুক্তভোগী যুবক আবু সাঈদ শিকদার উপজেলার বানা ইউনিয়নের উথালী গ্রামের বাদশা শিকদারের ছেলে। শুক্রবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যান কাজী হারুন অর রশিদের বাড়ির সামনে হামলার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী হারুন অর রশীদ, স্থানীয় ইউপি সদস্য খোকন মোল্যাসহ ৬ জন ও অজ্ঞাত দুই-তিনজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সুত্রে জানা যায়, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে চলতি মাসের প্রথম সপ্তাহে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধার পদত্যাগ চেয়ে আন্দোলন করেন ওই প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ওই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আবু সাঈদ শিকদার নামে এক যুবক। সে সময় প্রধান শিক্ষক, স্থানীয় ইউপি সদস্য খোকন মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী হারুন অর রশিদের নেতৃত্বে ৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার চাপলডাঙ্গা আয়শার মোড় এলাকায় আবু সাঈদসহ তার সঙ্গীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় সাঈদের বাম হাত ভেঙে যায়। বোয়ালমারী ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

হামলার ঘটনার তিন দিন পর প্রধান শিক্ষক আইয়ুবসহ বিবাদীদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মামলা করেন আবু সাঈদ। এ মামলা করার জেরে শুক্রবার সকালে বিবাদী কাজী হারুন অর রশিদের বাড়ির সামনে সাঈদের ওপর হামলা চালানো হয়। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। হামলার শিকার সাঈদকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধার ভাষ্য, তিনি এ ঘটনার কিছুই জানেন না। তবে বোয়ালমারী থানায় একটি মামলা হয়েছে, ওই মামলায় তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য আসামি করা হয়েছে।

অভিযুক্ত খোকন মোল্যা বলেন, আমরা কোনোভাবেই তার ওপর হামলা করিনি। এর আগে আমাদের বিরুদ্ধে একাধিকবার মিথ্যা অভিযোগ দিয়েছে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন

পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী