ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

তানোরে দুই শিক্ষকের বিরুদ্ধে ৭৫ লাখ টাকা লোপাটের অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ১:৪১

রাজশাহীর তানোর পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম এবং সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে প্রায় পৌনে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের প্রভাব বিস্তার এবং সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের নাম ভাঙিয়ে তারা এসব টাকা লোপাট করেছেন বলে গুঞ্জন রয়েছে।

এদিকে গত ১৪ সেপ্টেম্বর স্কুলের এক সহকারী শিক্ষক বাদী হয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে বিবাদী করে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি), রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন (দুদুক) রাজশাহী ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, স্কুল মার্কেটের দোকানঘরের ভাড়া বিদ্যালয়ের ব্যাংক হিসাব নম্বরে (নং-৪৬২৩০০১০০০৪১২) জমা দেয়ার নিয়ম। কিন্তু ২০১৯ সাল থেকে জমা না দিয়ে তারা আত্মসাৎ করেছেন প্রায় ১১ লাখ টাকা। এছাড়াও প্রশংসাপত্রপ্রতি ৫০০ টাকা করে গ্রহণ করা হলেও তার কোনো হিসাব নেই। টাকার পরিমাণ প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

ওদিকে ২০১৯ সাল থেকে জেএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় করা হয়, যার পরিমাণ প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পরস্পর যোগসাজশে এসব টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে দুটি করে পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা হারে সেশন চার্জ ও পরীক্ষার ফি ৩০০ টাকা হারে মোট ৬০০ টাকা করে আদায় করা হয়, যার পরিমাণ ৩ লাখ টাকা। প্রধান ও সহকারী প্রধান শিক্ষক এসব টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও সরকারি অনুদানের প্রায় ৬ লাখ টাকা তারা আত্মসাৎ করেছেন।

অন্যদিকে পরীক্ষা কেন্দ্র থেকে প্রতি পরীক্ষা যেমন জেএসসি-এসএসসি হতে বিদ্যালয়ের আয়ের সমুদয় অর্থ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক আত্মসাৎ করেন, যার পরিমাণ ৬ লাখ টাকা। বিদ্যালয়ের ভেন্যু ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত অর্থ প্রধান শিক্ষক আত্মসাৎ করেন, যার পরিমাণ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও উপজেলা ও জেলা পরিষদ থেকে ১০ লাখ টাকা প্রাপ্ত বরাদ্দের কোনো হদিস নেই। এফডিআরের অবস্থাও জানা যায়নি।

একই সঙ্গে মালোপাড়া শাখা, রাজশাহী অগ্রণী ব্যাংক হতে উত্তোলিত টিউশন ফি’র অর্ধেক টাকা প্রধান শিক্ষক হাতে রেখে বণ্টন করেন এবং সেই অর্ধেক টাকা নিজেই আত্মসাৎ করেন। স্কুল মার্কেটের দোকানঘরের জামানতের টাকা গ্রহণপূর্বক প্রধান শিক্ষক একাই আত্মসাৎ করেন, যার পরিমাণ ১৫ লাখ টাকা।

তাছাড়া সাবেক এমপি এবং উপজেলা চেয়ারম্যানের আত্মীয় পরিচয়ে ২০১৯ সালের ১৩ মে অত্র বিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করে আওয়ামী রাজত্ব কায়েম করেন। পাস করা ছাত্র-ছাত্রীদের প্রশংসাপত্র, সার্টিফিকেট ও মার্কসিট প্রদানে ৩০০-২০০ টাকা হারে আদায় ও আত্মসাৎ করেন প্রধান শিক্ষক, যার পরিমাণ ৪ লাখ টাকা।

অন্যদিকে তিনি নিজে প্রধান শিক্ষক হবেন এই মর্মে সাবেক এমপির কাছে প্রতিশ্রুতি প্রদানপূর্বক সরকারিকরনের জন্য কোনোরূপ ব্যবস্থা না করা হয় এই মর্মে অঙ্গীকার করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। এছাড়াও জোরপূর্বক স্কুল সরকারি হবে মর্মে তৎকালীন সহকারী প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম সব শিক্ষকের কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি হয়নি। কিন্তু সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ইফতার মাহফিলে ওই টাকা খরচ করা হয়। অন্যদিকে সাবেক প্রধান শিক্ষকের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা গ্রহণ করে আত্মসাৎ করেন প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম।

প্রসঙ্গত, ইতিপূর্বে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের রিরুদ্ধে জেলা প্রশাসক, রাজশাহী, জেলা দুর্নীতি দমন কমিশন, জেলা শিক্ষা অফিসার, উপ-পরিচালক রাজশাহী অঞ্চল, চেয়ারম্যান শিক্ষা বোর্ড রাজশাহী, বিদ্যালয় পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, উপজেলা নিবাহী কর্মকতা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে। কিন্তু সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের অদৃশ্য হস্তক্ষেপের কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি বলে জানান অভিযোগকারী।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, অভিযোগ হয়ে থাকলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, এসব আগের অভিযোগ। আর্থিক বিষয়টি প্রধান শিক্ষক ও সভাপতি দেখেন। এখানে তার সম্পৃক্ত থাকার সুযোগ নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

এমএসএম / জামান

তারেক রহমানের সংবর্ধনা : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী

নাগেশ্বরীতে পূর্ব দুধকুমর পাড় মানব কল্যাণ যুব সংগঠনের শীত বস্ত্র বিতরণ

ভোলাহাট সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী

বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক

আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

মান্দায় দায়সারা কাজ করে প্রকল্পের সাড়ে ৩০ টন চাল গায়েব

অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেন দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা