পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলেক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি‘ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আজ শনিবার (২৮ আগস্ট) সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূর নবী। এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আইনুদ্দিন হক, ক্ষেত্র সহকারী সাজেদুর রহমান ও নিয়ামুল হক, ধীরেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য চাষের ক্ষেত্রে বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ দেশ। আমাদের উপজেলায় ১০৫২.৪০ হেক্টর আয়তনে মোট ৩৮৪০টি পুকুর রয়েছে। পুকুরগুলোতে বছরে ৫৪৭৩.৬০ টন মাছ উৎপাদন হয়। পাঁচবিবি উপজেলার চাহিদা মিটিয়ে বাহিরে মাছ রপ্তানি করার দিক থেকে জেলায় গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। এবারের জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচিগুলো হচ্ছে ব্যাপক প্রচার প্রচারণার জন্য গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করা, উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময় সভা, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষিদেরকে মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানি ও মাটি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী কর্মসূচীগুলো উল্লেখযোগ্য।
তিনি আরো জানান, উপজেলার মৎস্যচাষিদের নিয়ে অনলাইন বেজে গ্রুপ তৈরি করা হয়েছে। এভাবেই মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা আন্তঃসমন্বয়ের মাধ্যমে সমাধান করে দেয়া হচ্ছে। আগামীতে বাইরের জেলার বড় মাছচাষিদের সাথে লিংক করে দেয়া হবে। এছাড়াও অনলাইনে মাছচাষিদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলায় মানসম্মত মাছের পোনা উৎপাদনের জন্য হ্যাচারিগুলোকে সহযোগিতা ও মনিটরিং করানো হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে দেশি প্রজাতির মাছ সংরক্ষণকে। মাছ চাষকে অধিক লাভজনক করার জন্য উপজেলার ৩৮৪০টি পুকুরেই ইয়ারেটর স্থাপনের লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে ৬০টি বড় পুকুরে ইয়ারেটর স্থাপন করা হয়েছে। গত বছর ৩৮৫ জন মৎস্যচাষিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, বাকি চাষেদেরও মাছ চাষের আওতায় আনা হবে। বিগত দিনে খাঁচার ভেতর মাছচাষিকে সহযোগিতা করা হয়েছে। আগামীতেও যারা এভাবে চাষ করতে চান তাদের সহযোগিতা করা হবে।
এমএসএম / জামান
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ