লক্ষ্মীপুরে খুনিদের গ্রেফতারের দাবিতে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন
লক্ষ্মীপুরে ভয়াবহ আগস্টে দ্বিতীয় স্বাধীনতাযুদ্ধে আওয়ামী দোসর খুনি সালাউদ্দিন টিপু বাহিনীসহ দেশের সব খুনিকে আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় এনে এক দফা দাবি ফাঁসি চেয়ে মানববন্ধন করেছেন জাতীয় নাগরিক কমিটি লক্ষ্মীপুর জেলার নেতৃবৃন্দ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ সময় জাতীয় নাগরিক কমিটির উপস্থিত বক্তারা বলেন, গত আগস্টের দ্বিতীয় স্বাধীনতারযুদ্ধে লক্ষ্মীপুরে শহীদ সাব্বির, শহীদ আফনান, শহীদ ওসমানসহ আমাদের চারজন ছাত্রকে আওয়ামী দোসর খুনি সালাউদ্দিন টিপু বাহিনী ও মৃত আবু তাহের বাহিনী নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে। দেশ স্বাধীন হওয়ার অনেক দিন পার হলেও কেন সেই টিপু বাহিনীকে এখনো গ্রেফতার করা হয়নি? প্রশাসন কেন গ্রেফতার করছে না খুনিদের? এখনো আতঙ্কে কাটছে শহীদ পরিবারগুলোর জীবন। প্রশাসন কী করছে যে, এখনো খুনিরা শহীদ পরিবারগুলোকে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে?
তারা আরো বলেন, লক্ষ্মীপুরে আফনানসহ চারজন ও সারাদেশে আবু সাঈদসহ প্রায় ১ হাজার ৬০০ জনকে হত্যা করেছে এই আওয়ামী দোসর খুনিরা। আগামী সাত দিনের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি করছি। যদি আগামী সাত দিনের মধ্যে তাদের গ্রেফতার করা না হয়, তাহলে দেশের সকল ডিসি ও এসপি অফিসসহ সকল প্রশাসনিক অফিস ঘেরাও করা হবে। আমাদের শহীদ পরিবারগুলোর কান্না আমরা আর সহ্য করতে পারছি না। লক্ষ্মীপুরের ডিসি-েএসপিসহ সকল প্রশাসনকে বলছি, কোথায় লুকিয়ে আছে খুনিরা, আপনারা তাদের আগামী সাত দিনের মধ্যে খুঁজে গ্রেফতার করুন। না হয় ছাত্র-জনতা আগস্টে আমাদের শিখিয়েছে কিভাবে আপনাদের টেনে চেয়ার থেকে নামাতে হয়। সাত দিনের মধ্যে গ্রেফতার করা না হলে আপনাদের অফিস ঘেরাও করে চেয়ার ঘুরিয়ে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন- আহমদ ইসমাইল বন্ধন (প্রধান সমন্বয়ক, লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক কমিটি), এমএ আরিফ (সাবেক ছাত্রনেতা ও পিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক), যিনি গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে টিপুর বাসার সামনে গুলিবিদ্ধ হন, মেহেদী হাসান আয়ানসহ জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ৷
এমএসএম / জামান
চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ
সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ
চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি
কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার
মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ
পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ
তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি
বড়লেখায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার
জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা