ঢাকা রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ছাত্র ভর্তি নিয়ে প্রতারণা, লাখ টাকা হাতিয়েছে কাজী ফারুকী কলেজ


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ৪:৪৬

ছাত্র ভর্তি নিয়ে প্রতারণা করে কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) রায়পুর প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে ছেলের পড়াশোনার ভবিষ্যৎ চিন্তা করে বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলমের কন্যা তার ছেলেকে কলেজে মর্যাদার সহিত সকল প্রকার ছাত্র অধিকার ফিরে পেতে চান। 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাতজোড় করে কেঁদে কেঁদে বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলমের কন্যা মারজাহান বেগম তার ছেলে মুনতাসির সিয়ামকে নিঃস্বার্থ ও নিঃশর্তভাবে ক্ষতিপূরণসহ মর্যাদার সহিত সকল প্রকার ছাত্র অধিকার পাওয়ার আবেদনে প্রসঙ্গ তুলে বলেন, লক্ষ্মীপুর জেলায় অবস্থিত প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের নির্দেশনা মোতাবেক বিজ্ঞান বিভাগে ভর্তি করার জন্য বোর্ড কর্তৃপক্ষের সহযোগিতায় যথাসময়ে ভর্তির অনুমতি নিয়ে আমার সন্তানের একাডেমিক প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজ কর্তৃপক্ষের নিকট উপস্থিত হই। কর্তৃপক্ষ আমার ছেলের ভর্তি নিশ্চিত হবে বলে আশ্বস্ত করে। কিন্তু দুঃখের বিষয় এই যে, কলেজ কর্তৃপক্ষকে আমার ছেলের একাডেমিক সকল কাগজপত্র দিলেও তিনি কলেজ নির্দেশনা মোতাবেক অনলাইনে ভর্তি নিশ্চিত না করে ভর্তি কাজ সম্পন্ন হয়েছে এবং আমার ছেলেকে কলেজ হোস্টেলে এসে ক্লাস করার জন্য বলেন।

তিনি আরো বলেন, আমি কলেজ কর্তৃপক্ষের কথামতো আমার ছেলেকে কলেজ হোস্টেলে দিয়ে আসি এবং আমার ছেলের নিয়মিত ক্লাস করার জন্য কলেজের নির্দেশনা মোতাবেক সকল ব্যবস্থা গ্রহণ করি। পরবর্তীতে আমি কলেজে গিয়ে আমার ছেলের রোল নম্বর জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ বলে, আপনার ছেলের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তাই সে পরীক্ষা দিতে পারবে না এবং আপনার ছেলে কলেজের কোনো পরীক্ষা কিংবা কাজে অংশগ্রহণ করতে পারবে না। তখন আমি ছেলের ভর্তি না হওয়ার কারণ জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ বলে, আপনার ছেলের ভর্তির সময় অতিবাহিত হয়ে গেছে। এখন ছেলেকে পুনরায় ভর্তি করতে চাইলে কলেজ কর্তৃপক্ষের সকল নির্দেশনা ও বোর্ড কর্তৃপক্ষের সকল দায়দায়িত্ব আপনি একাই বহন করবেন মর্মে অঙ্গীকারনামা দিতে হবে। নচেৎ ভর্তির কাজ সম্পন্ন করা যাবে না।

আমি কলেজ কর্তৃপক্ষের উক্ত কথায় সম্মত হয়ে প্রথম ধাপে ৭৫ টাকার একটি স্ট্যাম্পে আমি নিজে ও দ্বিতীয় ধাপে আমি দরখাস্তকারীর পিতা বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলমকে সাক্ষী রেখে ১০০ টাকার স্ট্যাম্প দুটিতে অঙ্গীকারনামা লিখে স্বাক্ষর করে বোর্ড কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে কলেজে পূনরায় ভর্তি করাই, যাতে আমার ছেলের কলেজ রোল নম্বর ২৪১। পরবর্তীতে আমার ছেলে কলেজে নিয়মিত ক্লাস করতে চাইলে আমার ছেলে বিগত ক্লাস না করা এবং সর্বশেষ দ্বিতীয় পর্ব পরীক্ষায় অংশগ্রহণ না করা ও শ্রেণি কার্যক্রমে অনুপস্থিত থাকা এবং কলেজে দেয়া অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আমি ও আমার ছেলে মানিনি বলে সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে আমার ছেলের নামমাত্র ভর্তি বাতিল করে কলেজ থেকে বের করে দেয়। 

আমি অনেক অনুরোধ করা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ আমার অনুরোধ না শুনে আমার সঙ্গে অসম্মানজনক ব্যবহার করে এবং আমাকে বিভিন্ন প্রকার হুমকিধামকি দেয়। কলেজের প্রিন্সিপালসহ কর্তৃপক্ষ আমার ছেলের পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করেছে। আমি বর্তমানে ছেলের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তায় জীবনযাপন করছি। আমি বিষয়টি নিয়ে শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি মহোদয়সহ সবাইকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। কোথাও ন্যায়বিচার পাইনি। সর্বশেষ গণমাধ্যমে সংবাদ সম্মেলনে আমি আমার ছেলের ক্ষতিপূরণসহ সকল প্রকার ছাত্র অধিকার ফিরে পেতে চাই। আমার ছেলেকে ভর্তি থেকে শুরু করে এ পর্যন্ত এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 

এ বিষয়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমীন মুঠোফোনে বলেন, এক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগটি সত্য নয়। কারণ দুই বছরে আমাদের কলেজে পড়াশোনা করতেও এক লাখ টাকা খরচ হবে না। সে শুধু ভর্তিকালীন সময়ে ৬ হাজার টাকা দিয়েছিল। তার ছেলে কোনো ক্লাস করেনি বিধায় আমরা তার থেকে কোনো টাকা নেইনি। তার করা সকল অভিযোগ মিথ্যা। আপনি আমাদের এখানে আসেন, সবকিছু যাচাই-বাছাই করে দেখেন, তার অভিযোগ কোনোটাই সত্য নয়। আপনারা তাকে পরামর্শ দিন তার ছেলের ভবিষ্যৎ ভালো চাইলে কলেজ কর্তৃপক্ষ যেভাবে তাকে নির্দেশনা দেয় সে যেন সেভাবে কাজ করে।

তিনি আরো বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। তারা তদন্ত করে সকল অভিযোগ মিথ্যা পেয়েছেন এবং মহিলার ওপর সকলে বিরক্তি প্রকাশ করেছেন। কারণ তার সকল অভিযোগ মিথ্যা। আপনি চাইলে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকেও জানতে পারেন।

T.A.S / জামান

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ