বালাগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

একসাথে সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ (২৮ আগস্ট থেকে ০৩ সেপ্টেম্বর) সপ্তাহব্যাপী অনুষ্ঠোনের প্রথম দিনে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সাথে বালাগঞ্জে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ-২১ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির সভাপতি রোজিনা আক্তার।
বেকারত্ব দূরীকরণে শিক্ষিত বেকার যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে রোজিনা আক্তার বলেন, মহামারী কোভিড আমাদের জনজীবনে ব্যাপক হতাশা ও বেকারত্বের হার বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ মৎস্য খাত জিডিপিতে দিন দিন অভূতপূর্ণ ভূমিকা রাখছে। এই সম্ভাবনাময় খাতকে ধরে রাখতে শিক্ষিত বেকার যুবকদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকারিভাবে ঋণের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন যে, বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তর থেকে জাতীয় পুরস্কার প্রতিযোগিতায় মৎস্যজীবীদের অংশগ্রহণের জন্য পাঠানো হয়েছে। বিভাগীয় পর্যায়ে আমরা অনেক পুরস্কৃত হয়েছি। আগের অবস্থা থেকে ফিরে বালাগঞ্জে মৎস্য খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। ইলিশ ও চিংড়ি বালাগঞ্জে একটি সম্ভাবনাময় খাত হিসেবে পরিগণিত হবে, যদি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়। বালাগঞ্জে একটি হ্যাচারির ব্যবস্থা হলে বাইরে থেকে পোনা ক্রয় না করে আমাদের পোনা অবমুক্ত করে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা যেত। উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতায় বালাগঞ্জের মৎস্য খাত অনেক দূর এগিয়ে যাবে। এ সময় তিনি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে বেলা ১১টায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, দৈনিক শুভ প্রতিদিনের সাংবাদিক রজত চন্দ্র দাশ ভূলন, দৈনিক মানব জমিনের মো. আব্দুশ শহিদ, সিএ সিরাজুৃল ইসলাম, দৈনিক সকালের সময়ের জাগির হোসেন, দৈনিক উত্তর পূর্বের তারেক আহমদ, কুশিয়ারার বার্তা অনলাইন আমির আলী প্রমুখ।
এমএসএম / জামান

সততার সঙ্গে ৪০ বছরের চাকরির সমাপ্তি, কনস্টেবল আব্দুস সবুরকে বিদায়

তারাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা

চট্টগ্রাম ডিসি পার্কে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন

মুচির ধারালো অস্ত্রের কোপে কিডনি হারালেন কৃষকদল নেতা

মিরসরাইয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার এক ব্যবসায়ি , থানায় অভিযোগ

ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত

মেহেরপুরে ধর্ষণের মামলায় যাবজ্জীবন জেল ও জরিমান আদেশ দিয়েছে আদালত

বড়লেখায় ভিজিএফের ২৩৪ বস্তা চাল মাটিচাপা দিলো পৌর কর্তৃপক্ষ

আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষনা

নবীনগরে পুকুরে ভেসে উঠল অজ্ঞাত শিশুর লাশ

পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন
