ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিলের অপরূপ শাপলা ফুল বিক্রি করে চলে সংসার


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৩:৪৭

খাল-বিলের অপরূপ শাপলা বাংলাদেশের জাতীয় ফুলও বটে। বর্ষায় শাপলার এই সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ। মজাদার সবজি হিসেবেও খুব পুষ্টিসমৃদ্ধ। শুধু গ্রামেই নয়, শহরেও তরকারি হিসেবে শাপলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বাংলাদেশের প্রায় সর্বত্র, খাল, বিল, পুকুর, ডোবায় শাপলা পাওয়া যায়। বিলপাড়ের এলাকার বেকার অনেক যুবক এ শাপলায় সবজির চাহিদা মেটানোর পাশাপাশি কাটাচ্ছেন নিজের সংসারের দৈন্যদশাও। প্রতি ১০০ গ্রাম শাপলার লতায় রয়েছে খনিজ পদার্থ ১.৩ গ্রাম, আঁশ ১.১ গ্রাম, ক্যালোরি-প্রোটিন ৩.১ গ্রাম, শর্করা ৩১.৭ গ্রাম, ক্যালসিয়াম ৭৬ মিলিগ্রাম। শাপলার ফল দিয়ে তৈরি হয় চমৎকার সুস্বাদু খৈও। 

সরেজমিন দেখা যায়, গাজীপুরের চিলাই বিলের হানকাটা ও কানায়া, বেলাই বিল, মসক বিলসহ জেলার কয়েকশ দরিদ্র পরিবারের মানুষ এই শাপলা তোলার কাজে নিয়োজিত। আর তাদের এ কাজে পরম বন্ধুর মতো সহযোগিতা করছে তাল গাছ দিয়ে তৈরি কোন্দা বা কাঠ দিয়ে তৈরি ডিঙ্গি নৌকা। এতে একদিকে নিজেদের সংসারের যাবতীয় চাহিদা মেটাচ্ছেন। অন্যদিকে বিলে জন্ম নিয়ে বিলেই পচে যাওয়া জাতীয় ফুল শাপলাকে সবজি হিসেবে করছেন অতি জনপ্রিয়। 

কানায়া গ্রামের রিফাত গাজী জানান, করোনা ভাইরাসের কারনে কোন কাজ না থাকায় বর্ষার এই ৬ মাস অন্য কোনো কাজ না করে বিলের শাপলা তুলে সংসার চালাচ্ছেন। এছাড়াও বর্ষা মৌসুম এলে বিলের শাপলা তুলে বিক্রি করেই সংসার চলে। কিছু মানুষ অন্য পেশায় থকলেও বর্ষার এই সময় তারা তাদের পেশা বদল করে শাপলা উঠানোর কাজ করেন। আর তা স্থানীয় বাজার ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে বিক্রি করে সংসারের প্রতিদিনের অন্ন জোগান দেন।

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব গাজীপুরের সভাপতি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক খালেদ মাহবুব মোর্শেদ কাজল জানান, পুষ্টিসমৃদ্ধ শাপলা সবজি হিসেবে দেশের অর্থনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিলের এই শাপলা বিক্রির বিষয়টি তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। তবে যে শাপলা বিলে জম্মে বিলেই পচে যেত, সে শাপলা সবজি হিসেবে জনপ্রিয় ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে এটা ভাবতে অনেক ভালো লাগে। বিলের শাপলা তুলে স্থানীয় প্রায় অর্ধশতাধিক দরিদ্র পরিবারে সচ্ছলতা ফিরেছে। তারাই আবার দেশের অর্থনীতিতে অনেক অফদান রাখছে। 

গাজীপুর জেলা জজকোর্টের আইনজীবী মো. আলমগীর হোসেন বলেন, বিলের শাপলা তুলে বিক্রি করা এই বিল পাড়ের ওই মানুষগুলো ফেলনা শাপলাকে জনপ্রিয় সবজি হিসেবে এগিয়ে নিতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই দিনরাত কাজ করে যাওয়া মানুষগুলো ভালো থাকুক সব সময় এটাই প্রত্যাশা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, শাপলায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম, যা আলুর চেয়ে সাতগুণ বেশি। প্রাকৃতিকভাবে পাওয়া আশীর্বাদ বিলের শাপলা তুলে বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। বিষয়টি ছোটভাবে দেখার সুযোগ নেই।

এমএসএম / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত