তানোরে ইউনিয়ন পরিষদে উন্নয়ন সহায়তার টাকা তছরুপ
রাজশাহীর তানোর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের ((ইউপি) উন্নয়ন সহায়তা তহবিলে বরাদ্দের টাকা তছরুপ করেছেন চেয়ারম্যান ও সচিবরা বলে অভিযোগ উঠেছে। বিগত স্বৈরাচার সরকারের সময় বরাদ্দগুলো তাদের দোসর ইউপি চেয়ারম্যানরা মহানন্দে হরিলুট করেছেন। একই প্রকল্প বারবার দেখিয়ে বরাদ্দের পুরো টাকাই লোপাট করেছেন আওয়ামী লীগপন্থী চেয়ারম্যানরা বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের আগে তদন্তকরে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন ইউপি সদস্যরা।
জানা গেছে, প্রতি অর্থবছরে দুই ধাপে উন্নয়ন সহায়তার বরাদ্দ দেয়া হয় ইউনিয়ন পরিষদগুলোতে। ২০২৩-২৪ অর্থবছরের শুরুর দিকে প্রথম বরাদ্দ এবং জুন মাসে দ্বিতীয় বরাদ্দ দেয়া হয়। উপজেলার সাত ইউনিয়নে এসব বরাদ্দ ভুয়া প্রকল্প দেখিয়ে লোপাট করেন সাবেক এমপি ফারুক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নার আশীর্বাদপুষ্ট চেয়ারম্যানরা। এমনকি বরাদ্দের ৪০% টাকা আগেই কেটে নিতেন সাবেক উপজেলা চেয়ারম্যানসহ কর্তাব্যক্তিরা বলেও অভিযোগ রয়েছে। শুধু উন্নয়ন সহায়তার বরাদ্দ নয়; টিআর, কাবিখা ও বিশেষ বরাদ্দ থেকেও কাটা হতো ৪০% করে টাকা বলেও সূত্র নিশ্চিত করেছে।
উন্নয়ন সহায়তার বরাদ্দের বিষয় ও কাজ নিয়ে বাঁধাইড় ও পাচন্দর ইউপি চেয়ারম্যান কোনো মন্তব্য করেননি। কিন্তু তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুর কাছে বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাজ করা হয়েছে। কবে দরপত্র আহ্বান করা হয়েছে, কোন ঠিকাদার কাজ করেছে- প্রশ্ন করা হলে মোটরসাইকেলযোগে সটকে পড়েন। তবে তার সচিব জানিয়ে দেন, আমি তেমন কিছুই জানি না। কিন্তু বরাদ্দের কোনো হদিস নেই।
২০১১ সাল থেকে চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগ সভাপতি মজিবুর ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ওই সময় থেকে অদ্যাবধি কোনো বরাদ্দের কাজ না করে লুটে খেয়েছেন তিনি। কারণ উপজেলা আওয়ামী লীগের শীর্ষনেতাদের তিনি তটস্থ করে রাখতেন। ইচ্ছামতো লোপাট করেছেন তিনি।
সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান বলেন, বরাদ্দ তো পেতাম না। যেগুলো পেতাম আওয়ামী লীগপন্থী মেম্বারদের মাধ্যমে কাজ করতে হতো। বরাদ্দের পুরো কাজ হয়েছে। কিন্তু দরপত্র ও ঠিকাদারের বিষয়ে কিছুই বলেননি তিনি।
সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলামকে বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হলে তিনি বলেন, সবে যোগদান করেছি। ফাইলপত্র দেখে নিয়মানুযায়ী কাজ না হলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামান / জামান
তারেক রহমানের সংবর্ধনা : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী
নাগেশ্বরীতে পূর্ব দুধকুমর পাড় মানব কল্যাণ যুব সংগঠনের শীত বস্ত্র বিতরণ
ভোলাহাট সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী
বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক
আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি
গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়
জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ
ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
মান্দায় দায়সারা কাজ করে প্রকল্পের সাড়ে ৩০ টন চাল গায়েব
অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ