ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ইবির জিয়া হলে শহীদ মীর মুগ্ধ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু


শাহনেওয়াজ আলী, ইবি photo শাহনেওয়াজ আলী, ইবি
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ১১:২৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল কর্তৃক ‘শহীদ মীর মুগ্ধ ফুটবল টুর্নামেন্ট -২০২৪’-এর উদ্বোধন হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এ টুর্নামেন্টটি আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সাধারণ শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন।

এ সময় খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানী, ইবি সমন্বয়ক এসএম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মল্ডল, নুর উদ্দিন ও মোজাহিদুল ইসলামসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য এবং হলের সিনিয়র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় হলের অন্যতম ব্লক টাইটানিক ও ছায়াপথ একে অপরের মোকাবেলা করে। টুর্নামেন্টে হলের ১৫টি ব্লক এবং সম্মিলিত সিনিয়রদের দল-সহ ১৬টি দল অংশ নিয়েছে। বাকি দলগুলো হলো- মালঞ্চ বনাম মিলন, স্মৃতিময়ী বনাম আবাবিল, সৌরজগত বনাম নীহারিকা, শান্তিনিকেতন বনাম মায়াকুজ, স্বাধীনতা বনাম হিমালয়া, মুক্তাঙ্গন বনাম হৃদয় স্পন্দন, টাইটানিক বনাম ছায়াপথ, স্বপ্নের আঙ্গিনা বনাম সানলাইট।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এসএম সুইট বলেন, আসলে শহীদ জিয়াউর রহমান হলের টুর্নামেন্টে যে খেলার নামটা সিলেক্ট করা হয়েছে- শহীদ মীর মুগ্ধ গণআন্দোলনে অন্যতম সৈনিক ছিলেন। যার নাম শুনলে বিবেক নাড়া দেয়। আশা করি এরকম টুর্নামেন্ট প্রতিটি হলে আয়োজন করা হবে, যাতে আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে আরো দীর্ঘস্থায়ী করা হয় এবং প্রজন্মের পর প্রজন্ম স্মরণে রাখেন।

পরিচালক কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানী বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রতিটি হল আন্তঃব্লক টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরাও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে শহীদ জিয়াউর রহমান হলের সকল আবাসিক শিক্ষার্থী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারেন।

শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন বলেন, আন্দোলনের সময় প্রতিদিন আমি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে বসে থাকতাম। আন্দোলনে শহীদদের খবর শুনে আমার মনে রক্তক্ষরণ হতো। সে আন্দোলনেরই শহীদ মুগ্ধ’র স্মরণে আজকের এই আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধনকালে খেলোয়াড় ও খেলাধুলার সাথে জড়িতদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, তোমরা এই ফুটবল খেলার মাধ্যমে বেস্ট খেলোয়াড়দের চিহ্নিত করে নতুন টিম গঠন করবে এবং বিভিন্ন জায়গা থেকে সম্মানজনক জয় বয়ে আনবে এই প্রত্যাশা করি।

জামান / জামান

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা