ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ইবির জিয়া হলে শহীদ মীর মুগ্ধ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু


শাহনেওয়াজ আলী, ইবি photo শাহনেওয়াজ আলী, ইবি
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ১১:২৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল কর্তৃক ‘শহীদ মীর মুগ্ধ ফুটবল টুর্নামেন্ট -২০২৪’-এর উদ্বোধন হয়েছে। ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এ টুর্নামেন্টটি আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সাধারণ শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন।

এ সময় খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানী, ইবি সমন্বয়ক এসএম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মল্ডল, নুর উদ্দিন ও মোজাহিদুল ইসলামসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য এবং হলের সিনিয়র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় হলের অন্যতম ব্লক টাইটানিক ও ছায়াপথ একে অপরের মোকাবেলা করে। টুর্নামেন্টে হলের ১৫টি ব্লক এবং সম্মিলিত সিনিয়রদের দল-সহ ১৬টি দল অংশ নিয়েছে। বাকি দলগুলো হলো- মালঞ্চ বনাম মিলন, স্মৃতিময়ী বনাম আবাবিল, সৌরজগত বনাম নীহারিকা, শান্তিনিকেতন বনাম মায়াকুজ, স্বাধীনতা বনাম হিমালয়া, মুক্তাঙ্গন বনাম হৃদয় স্পন্দন, টাইটানিক বনাম ছায়াপথ, স্বপ্নের আঙ্গিনা বনাম সানলাইট।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এসএম সুইট বলেন, আসলে শহীদ জিয়াউর রহমান হলের টুর্নামেন্টে যে খেলার নামটা সিলেক্ট করা হয়েছে- শহীদ মীর মুগ্ধ গণআন্দোলনে অন্যতম সৈনিক ছিলেন। যার নাম শুনলে বিবেক নাড়া দেয়। আশা করি এরকম টুর্নামেন্ট প্রতিটি হলে আয়োজন করা হবে, যাতে আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে আরো দীর্ঘস্থায়ী করা হয় এবং প্রজন্মের পর প্রজন্ম স্মরণে রাখেন।

পরিচালক কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানী বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রতিটি হল আন্তঃব্লক টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরাও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে শহীদ জিয়াউর রহমান হলের সকল আবাসিক শিক্ষার্থী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারেন।

শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন বলেন, আন্দোলনের সময় প্রতিদিন আমি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে বসে থাকতাম। আন্দোলনে শহীদদের খবর শুনে আমার মনে রক্তক্ষরণ হতো। সে আন্দোলনেরই শহীদ মুগ্ধ’র স্মরণে আজকের এই আয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধনকালে খেলোয়াড় ও খেলাধুলার সাথে জড়িতদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, তোমরা এই ফুটবল খেলার মাধ্যমে বেস্ট খেলোয়াড়দের চিহ্নিত করে নতুন টিম গঠন করবে এবং বিভিন্ন জায়গা থেকে সম্মানজনক জয় বয়ে আনবে এই প্রত্যাশা করি।

জামান / জামান

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’