ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

উল্লপাড়ায় নৌকা পিকনিকের নামে চলছে দেহ ব্যবসা


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৮-৮-২০২১ বিকাল ৫:২৭

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন ইউনিয়নের নদ-নদী ও বিলের পানিতে নৌ ভ্রমণ ও বিনোদনের নামে চলছে নগ্ননৃত্য ও দেহ ব্যবসা। গ্রামবাংলার ঐতিহ্য যাত্রাপালা নেই আগের মতো, সবার সাথে মিলেমিশে যাত্রা দেখার আনন্দ সবই যেন  হারিয়ে ফেলেছে গ্রামবাংলার মানুষ। আর এখনকার যুগের চিত্রটা ভিন্ন, সবকিছু হারিয়ে গিয়াছে। আর নতুন রূপে ফিরে এসেছে অশ্লীল আর বেহায়াোনা, হারিয়ে গেছে গ্রমের সেই যাত্রাপালা। 

এখনকার চিত্রটা একটু ভিন্ন। তাই ডিজিটাল অপরাধ করেও পার পেয়ে যায়। বর্ষা মৌসুমে বেপরোয়ায় লিপ্ত হয়েছেন হাজার হাজার স্কুল-কলেজে লেখাপড়া করা যুবক ও তরুণ ছেলেরা। স্কুল-কলেজ বন্ধ থাকা অবস্থায় বেছে নিচ্ছে ধ্বংসের পথে। দিনভর ভাড়া করা এ সকল নৌকায় মাইক ও সাউন্ডবক্স লাগিয়ে উঠতি বয়সী যুবকরা মাঝবয়সী নারীদের নিয়ে করছে বেহায়াপানা, নাচ-গানের সাথে চলছে মাদক সেবন। নৌকার মধ্যে এক শ্রেণির লোক নর্তকীদের উলঙ্গ নাচ ও অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করছে। নৌকায় পতিতাবৃত্তি চালিয়ে উঠতি বয়সী যুবকদের বিপথগামী করছে নারী দেহ ব্যবসায়ীরা। নারী লোভে ও নেশার টাকা সংগ্রহ করতে গিয়ে উঠতি বয়সী যুবকরা করছে বিভিন্ন ধরনের অপরাধ।

এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমেই এখানে চলে পিকনিকের নামে বাণিজ্য। এই চিহ্নিত দালালদের পিছনে কিছু প্রভাবশালী ব্যক্তি ও নেতাদের ছত্রছায়া থাকায় সব ম্যানেজ করে চলে তারা। এই দালালরা দুইভাবে নারী ভাড়া দিয়ে থাকে। পিকনিকে ও গভীর রাতে পতিতা নিয়ে নৌকায় তুলে ব্যবসা করে। এই পিকনিকের নৌকা এলাকায় ‌‘প্রমোদতরী’ নামে পরচিতি।এলাকাবাসী জানায়, হাটিকুমরুল ইউনিয়নের একজন ভাড়াটিয়া বাসিন্দা আল আমিন হোসেন তিনি ছিলে একজন ঝাল মুড়ির দোকানদার প্রতিদিন সে দিনের বেলা ঝালমুড়ি বিক্রি না করলেও ঝালমুড়ি  বিক্রি করতেন রাতের বেলায় ঝালমুড়ি বিক্রি করতে করতে  হঠাৎ করেই সে পতিতা মহিলাদের  কন্টাক্ট করে  লিপ্ত হন   দেহ ব্যবসা সাথে, শুরু করেন দেহ ব্যবসা। এভাবে 

নিয়মিত চলতে থাকে আল-আমিন ঠিকাদারের পতিতা মেয়েদেরকে নিয়ে দেহ ব্যবসা। বেশ ভালো জমেছিল, আপনারা বেড়াল-ইঁদুর ধরার গল্প শুনেছেন নিশ্চয়ই। ঠিক আর কতদিন এভাবে চলবে আল-আমিনের ইঁদুর-বেড়ালের খেলা, তাই এবার একটু ভিন্নরূপে ফিরলেন আল-আমিন একটু কৌশল পাল্টালেন তিনি তেমনি আর আড়ালে না থেকে এবার নতুন কৌশলে হাত করলেন সিরাজগঞ্জ জেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠনের নেতাদের এরপর চালু করলেন শিল্প নামের নর্তকীর ব্যবসা সে তার নিজের ভাড়াটিয়া বাসায় চার পাঁচটি মেয়ে রাখে সব সময় নর্তকীদের দিয়ে দিনে নৌকা পিকনিক এর নামে উলঙ্গ অবস্থায় নাচ গান  করায় তাছাড়া  নানা অসামাজিক কর্মকান্ড অপদিকে রাত বাড়লেই বাড়ে কাষ্টমার বাড়ে আলামিনের পতিতার ব্যবসা এভালে এলাকাবাসী ও প্রশাসনকে ফাকিদিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। 

অপর দিকে জাহিদ বেশ কয়েক বছর আগে থেকেই যুক্ত থাকতেন গানবাজনার সাথে যাত্রা শিল্পিদের সাথে চলাফেরা করতে করতে তিনিও বিয়ে করেন একজন নর্তকীকে  আর তার নাম চামেলি খাতুন জাহিদ ও তার বউ  দুজন মিলেই শুরু করেন নাচগান এর শিল্পীর ব্যবসা। বিভিন্ন গ্রামও শহরের মেয়েদের নিয়ে এসে তারা বাসায় রেখে  খাইয়ে-পরিয়ে   চালায় সেই নৌকা পিকনিক নামে নানা অসামাজিক কর্মকান্ড।।দর্শক আপনারা ইদুর বেড়ালের গল্প শুলেছেন, এবার তার চেয়ে একটু ভিন্ন কৌশলে তার মানে জাহিদ-মানে  হুদার বেহুদা কান্ডো তার বাসার সামনে মুদি দোকান দিয়ে ব্যবসা করায় তার বউকে দিয়ে বেশ আরামে আয়েশে দোকান চালান জাহিদের বউ চামেলি খাতুন, দোকান চালিয়ে  বেশ রোজগারও করেন বটে অপর দিকে পতিতা মেয়েদের জন্য খরিদ্দার ও যোগার করেন তিনি। প্রতিমাসে হতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।। জাহিদ, আলামিন, শাহীন, গভীর রাতে যুবকদের কাছে নারী ভাড়া দিয়ে দেহব্যবসা করে থাকে। আর দালালরা নারী নর্তকীদের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে রাখে। জাহিদ,আলা-আমিন, শাহিন,  কি কাজ করে কিভাবে করে এবং তার খুঁটির জোর কোথায়- তা নিয়ে সবার মনে প্রশ্ন জেগেছে।

অনুসন্ধানে জানা যায়, প্রতিদিনই চলনবিল নলকা ফুলজোর নদী, দহুকুলা  ,মোহনপুর, চাটমোহর,  উধুনিয়া  ,হাটিকুমরুল গোলচত্বর তথা সিরাজগঞ্জ রোড হতে পিকনিক অথবা ভ্রমণের নামে নৌকায়, নর্তকী ও পতিতা ভাড়া দেয়।আলম, শফি, ময়নাল, হাসান,  দালালরা মূলত হাটিকুমরুল দবিরগঞ্জসহ আরও বেশ কয়েটি স্থান থেকে নর্তকী ও দেহ প্রসারণী সরবারাহ করে থাকে। এই সকল দালালরা নর্তকী এবং দেহ প্রসারণীদের বেশ ভালোই অর্থ দিয়ে থাকে। যারা নগ্ননৃত্যের পাশাপাশি দৈহিক মেলামেশা করে, তারা ২-৩ হাজার টাকা করে পেয়ে থাকে। এইসব দালালরা যুবক ও স্কুলগামী ছাত্রদের জীবন ধ্বংস করছে বলে মনে করেন বিভিন্ন এলাকার গ্রামবাসী। 

সিরাজগঞ্জ জেলা যাত্রাশিল্প  উন্নয়ন পরিষদ এর সভাপতি মনজেল  হক ও মিজানুর রহমান জানান, বাংলাদেশে যাত্রাপালা প্রায় বিলুপ্তের পথে  এখন শুধু অশ্লীল আর বেহায়া পানায় ভরপুর তাই আমার ক্লাবের সবাইকে বাড় বাড় বুঝাতে চেয়েও আমরা ব্যর্থ যাত্রা শিল্পের বাইরে কেউ কুকাম ও অশ্লীল মেয়েদের নিয়ে ব্যবসায় লিপ্ত হলে এর দায় ভার, সিরাজগঞ্জ জেলা যাত্রাশিল্প  উন্নয়ন পরিষদ নেবে না। সিরাজগঞ্জ জেলা যাত্রাশিল্প  উন্নয়ন পরিষদ টি ঘর ভাড়া কারেন্ট বিল নতুন চেয়ার বানানো হচ্ছে ১২ হাজার টাকা খরচে এগুলোর কিভাবে চলে জানতে চায়লে একপর্যায়ে তারা বলতে নারাজ । পশ্ন এরাকি তাহলে? 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বলেন, পিকনিকের নৌকায় নাচ-গানের সাথে অসামাজিক কাজ চলছে,আমি শুনেছি। কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে পৌর আন্ত:ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চাহিদার তুলনায় বাজেট বরাদ্দ কম হওয়ায় প্রয়োজনীয় পরিমাণ সাপোর্ট দিতে পারছিনাঃ রেল সচিব

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল জাহাজমারা ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি প্রতিবাদে প্রবাসীর সংবাদ সন্মেলন

জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২-৩০ অক্টোবর ১ লাখ ৩৫ হাজার ১২৭ শিশুকে টাইফয়েড টিকা দেবে রাসিক

আটোয়ারীর সেই আলোচিত অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে মৃত্যুপথযাত্রী বাবার চিকিৎসার সময় চাচার হুমকি

দোহারে বেগম আয়েশা স্কুলে ছাত্রীদের বিক্ষোভ: অনুপস্থিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবিতে উত্তাল বিদ্যালয়

পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন