সংবাদ প্রকাশের পর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন কার্যক্রমে ভালবাসার আক্কেলপুর গ্রুপের সহায়তা
দৈনিক সকালের সময় পত্রিকায় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাক্সিন প্রদানে হিমশিম আবস্থা, প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এমন বিষয় তুলে ধরে সংবাদ প্রকাশের পর সহায়তার জন্য এগিয়ে এলো ফেসবুক গ্রুপ ‘ভালবাসার আক্কেলপুর’।
শনিবার (২৮ আগস্ট) সকালে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ফেসবুক গ্রুপ ভালবাসার আক্কেলপুর-এর ৬ জন সদস্য বিভিন্নভাবে ভ্যাকসিন গ্রহণের জন্য আগতদের সহায়তা করছেন। কেউ আগতদের সারিবদ্ধ করছেন, কেউ নাম ধারাবাহিকভাবে ডেকে শৃঙ্খলভাবে ভাকসিন গ্রহণের জন্য সহায়তা করছেন, কেউ মাস্ক বিতরণ করছেন আবার কেউ ভাকসিন গ্রহণের পর বিশ্রাম নেয়ার জন্য বলছেন ও সহায়তা করছেন।
ভালবাসার আক্কেলপুর গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, দৈনিক সকালের সময় পত্রিকার বিষয়টি নজরে এলে গ্রপের পক্ষ থেকে এ সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিদিন এই গ্রুপের সদস্যরা সহায়তা করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবে।
এমএসএম / জামান