ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

তানোরের মালশিরা স্কুলে দেড় কোটি টাকার নিয়োগ বানিজ্য


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১২:২৯

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা উচ্চ বিদ্যালয়ে প্রায় দেড় কোটি টাকার নিয়োগ বাণিজ্য হলেও তিল পরিমাণ উন্নয়ন হয়নি বলে নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ। বিগত স্বৈরাচার সরকারের সময় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ৮ শিক্ষক এবং ৪ জন কর্মচারীর নিয়োগ হয়। নিয়োগের পুরো টাকা সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ম্যানেজিং কমিটির সভাপতি নানাভাবে গিলেছেন। এতগুলো নিয়োগ হলেও মাটির ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস ও ভোকেশনাল শাখার ক্লাসরুমগুলো অকেজো নোংরা অবস্থায় পড়ে রয়েছে। শুধু তাই নয়, স্কুলের জায়গা নিয়ে মামলা থাকলেও আপস-মীমাংসার ব্যবস্থা করেনি নিয়োগ প্রদানকারী লুটেরা। 

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী চৌবাড়িয়া হাটসংলগ্ন দেশ স্বাধীনের আগে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি। দীর্ঘ ২০ বছর পর ১৯৮৫ সালে এমপিভুক্ত হয়। বিগত স্বৈরাচার সরকারের ১৫ বছরে ১২টি পদে নিয়োগ দেয়া হয়। ২০২০ সালে প্রধান শিক্ষক ও ২০২৩ সালে সহকারী প্রধান শিক্ষক পদে ও চারজন কর্মচারীকে নিয়োগ দেয়া হয়। ওই সময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপির উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন প্রামাণিক। বাকি ৬টি শিক্ষক পদে নিয়োগের সময় সভাপতি ছিলেন স্থানীয় বাসিন্দা আওয়ামী লীগ নেতা বিসিআইসির সার ডিলার নুরুজ্জামান ফটিক।

প্রধান শিক্ষক কফিল উদ্দিন সকালের সময়কে বলেন, নিয়োগের কোনো টাকা স্কুলের উন্নয়নে দেয়া হয়নি। ম্যানেজিং কমিটির সভাপতি সব বলতে পারবেন। এত নিয়োগ ও বিগত সরকারের সময় তিল পরিমাণ উন্নয়ন হয়নি। নিয়োগের খাওয়া-দাওয়ার ব্যয় নিজেকে বহন করতে হয়েছে। সভাপতিকে একাধিকবার বলেও কোনো কাজ হয়নি। আবার সভাপতির ছেলেকে দেয়া হয়েছে চাকরি। 

স্কুল কমিটির সাবেক সভাপতি আলাউদ্দিন প্রামাণিক সকালের সময়কে বলেন, নিয়োগের পুরো টাকা সাবেক এমপি ফারুক চৌধুরীকে দিতে হয়েছে। নিয়োগের আগে পুরো টাকা দেয়ার পর নিয়োগ বোর্ড বসানো গেছে। স্কুল উন্নয়নের জন্য কিছু টাকা চাইলেও দেননি তিনি। 

সরেজমিন দেখা যায়, চৌবাড়িয়া টু দেলুয়াবাড়ী রাস্তার ও হাটের দক্ষিণ-পুর্ব দিকে স্কুলটি অবস্থিত। স্কুলের পশ্চিমে মাটির জরাজীর্ণ ক্লাসরুম। পশ্চিমে পাকা ভবন, রয়েছে অফিস কক্ষ। দক্ষিণেও জরাজীর্ণ ভবন, একই সীমানার উত্তরে প্রাথমিক স্কুল। স্কুল ভবনের পূর্ব দিকে খেলার মাঠ। মাঠের উত্তরে জরাজীর্ণ শহীদ মিনার ও ভোকেশনাল শাখার অকেজো দুটি রুম, শহীদ মিনারের পেছনে অকেজো নোংরা টয়লেট, চারদিকে আবর্জনা, দুর্গন্ধযুক্ত পরিবেশ। দেখে মনে হবে আবর্জনার স্তূপ রাখা হয়েছে। ভোকেশনাল শাখার দুটি রুমের বারান্দায় গরু-ছাগল বাঁধা থাকে। ক্লাসরুমে চেয়ার-ব্রেঞ্চ এলোমেলোভাবে পড়ে আছে। 

বেশ কয়েকজন শিক্ষক জানান, স্কুলে কোনো লাইব্রেরি ও বিজ্ঞানাগার নেই। বাস্তবসম্মত ক্লাস হয় না। এত পুরাতন স্কুল, তারপরও কোনো উন্নয়ন হয়নি। স্কুলের পশ্চিম দিকের মাটির ঘরের পশ্চিমে খালি জায়গা পড়ে আছে। জঙ্গলে জায়গাগুলো ভরা। জায়গা নিয়ে মামলা চলছে। মনে হয়েছিল এতগুলো নিয়োগ হলো, হয়তো স্কুলের উন্নয়ন হবে। কিন্তু কিছুই হলো না। সবকিছু লুটপাট করা হয়েছে। এসব নিয়ে কর্তৃপক্ষ সরেজমিন তদন্ত করলেই বেরিয়ে আসবে অনিয়ম-দুর্নীতি। কারণ সাবেক এমপিকে যদি নিয়োগপ্রতি ১০ লাখ টাকা দেয়া হয়, কিন্তু আদায় করা হয়েছে ১৪-১৫ লাখ টাকা করে। তাহলে বাকি টাকা গেল কোথায়? অবশ্যই প্রধান শিক্ষক ও সভাপতি মোটা অংকের টাকা লোপাট করেছেন। 

এসব বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের মোবাইলে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

এমএসএম / জামান

তারেক রহমানের সংবর্ধনা : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী

নাগেশ্বরীতে পূর্ব দুধকুমর পাড় মানব কল্যাণ যুব সংগঠনের শীত বস্ত্র বিতরণ

ভোলাহাট সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী

বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক

আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

মান্দায় দায়সারা কাজ করে প্রকল্পের সাড়ে ৩০ টন চাল গায়েব

অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেন দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা