মাগুরা স্বপ্নপূরণ কল্যাণ সংস্থার বৃক্ষ বিতরণ
মাগুরার স্বপ্নপূরণ কল্যান সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে। সংস্থার সভাপতি নজরুল ইসলাম মিশরের সভাপতিত্বে এ উপলক্ষে মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির কার্যলয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক পৌর কমিশনার বিএনপি নেতা কুতুব উদ্দিন, সংস্থার সহ-সভাপতিসহ সংস্থার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাছ মানুষকে অক্সিজেন দেয়, পরিবেশ রক্ষায় রাখে গ্ররুত্বপূর্ণ ভুমিকা। তাছাড়া একটি ছোট গাছ ভবিষ্যতে সম্পদে পরিণত হয়। তাই পরিবেশ রক্ষা ও ভবিষ্যতের সঞ্চয়ের জন্য সবাইকে গাছ লাগানোর জন্য আহ্বান জানান তিনি।
T.A.S / জামান