তারাগঞ্জে পূজার প্রস্তুতি সম্পন্ন
রংপুরের তারাগঞ্জে শারদীয়া দুর্গাপূজার আয়োজন সম্পন্ন হয়েছে। প্রহর গুনছেন সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব শুরু করার। বুধবার (৯ অক্টোবর) ভোর থেকেই ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে আসন্ন শারদীয়া দুর্গোৎসব। দুর্গোৎসব আনন্দমুখর এবং নির্বিঘ্ন করার জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার ও গ্রামপুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
বুধবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয়া দুর্গাপূজা। এবার তারাগঞ্জে ৫৫টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বেশকিছু মণ্ডব ঘুরে দেখা যায়, নানা রঙে রাঙানো প্রতিমাগুলো পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা প্রহর গুনছেন উৎসবমুখর শারদীয় দুর্গাপূজার শুভসূচনার মধ্যদিয়ে আনন্দে মেতে উঠতে।
উপজেলার আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, আমরা চেয়ারম্যানগণ এবং সদস্যদের নিয়ে আলোচনা করে পূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি পরিদর্শনে থাকব। আসন্ন দুর্গাপূজাকে সফল করতে আমরা বদ্ধপরিকর।
তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত বলেন, আমাদের পূজা আয়োজন শেষ পর্যায়ে। প্রশাসনে কর্মরত তারাগঞ্জ উপজেলায় নিয়োজিত সকল শ্রেণি ও পেশার লোকজন আমাদের দুর্গাপূজা উদযাপনে সার্বিক সহযোগিতা করছেন। পূজা সফল ও স্বার্থক করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং স্বেচ্ছাসেবীরা যোগাযোগ রাখছেন। আইনশৃঙ্খলা সর্বোত্তম সেবা ও সব পূজামণ্ডপ সিসি টিভি ক্যামেরার আওতায় রয়েছে। আমাদের মধ্যে পূজা উদযাপনে কোনো ধরনের ভয় কিংবা দ্বিধা-দ্বন্দ্ব নেই। আশা করি পূজাপরবর্তীও আমাদের এই সম্প্রীতি বজায় থাকবে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশ পূজা উদযাপনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত তারাগঞ্জ থানার আসন্ন পূজায় নিরাপত্তায় ১২ ঘণ্টা করে দুই শিফটে পুলিশের ভ্রাম্যমাণ দুটি স্পেশাল টিম, ৫টি কিলোমিটার ডিউটি, সাধারণ মোবাইল ডিউটি ৫টি রাখা হয়েছে। ২৪টি গুরুত্বপূর্ণ পূজামণ্ডবে ৮ জন আনসার সদস্য ও কম গুরুত্বপূর্ণ ৩১টি পূজামণ্ডবে ৬ জন করে আনসার সদস্য সোমবার থেকেই নিযুক্ত আছে। এছাড়াও পলাশবাড়ী ও পুরাতন চৌপথি সার্বজনীন পূজামণ্ডবে দুজন করে পুলিশ সদস্য পূজা চলাকালীন ৬ দিন সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।
তিনি বলেন, উপজেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী, বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাবের সাথে সমন্বয় করে আমরা কাজ করছি। আশা করছি নির্বিঘ্নে আনন্দমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, তারাগঞ্জের পূজামণ্ডপগুলোতে ৫০০ কেজি করে চাল দেয়া হয়েছে। পূজা উদযাপন নিরাপদ ও সফল করাতে সবগুলো মণ্ডপে সিসি টিভি ক্যামেরা লাগানো হয়েছে। আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে মাঠপর্য়ায়ে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, উপজেলার দপ্তরভিত্তিক মনিটরিং টিম, মণ্ডপ কমিটির পাশাপাশি স্বেচ্ছাসেবক কমিটি রয়েছে। পূজাকে কেন্দ্র করে প্রতিটি ইউনিয়নে সার্বক্ষণিক সেনাবাহিনী ও র্যাব টহলে থাকবে। পূজাকে উৎসবমুখর করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
T.A.S / জামান
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫