তানোরে দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর অবস্থানে পুলিশ-প্রশাসন
রাজশাহীর তানোরে সনাতন ধর্মাবলম্বী ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।বর্তমান পরিস্থিতিতে রাজশাহীর তানোরে দুর্গাপূজা ও মণ্ডপের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছে তানোর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।কয়েক স্তরের নিরাপত্তাসহ প্রতিটি মন্দিরে রয়েছে সিসিটিভি ক্যামেরা। পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
জানা গেছে, উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ৪৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। এছাড়াও অনেক স্থানে পারিবারিকভাবে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজামণ্ডপ ও মণ্ডপের আশপাশ ঘিরে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।দুর্গাপূজাকে সামনে রেখে এবং পূজা চলাকালীন পুলিশ ও প্রশাসন ও উপজেলা পুজা উদযাপন কমিটির পক্ষ থেকে রয়েছে বেশকিছু নির্দেশনা।পূজা কমিটি ও মন্দির কর্তৃপক্ষকে অবশ্যই সব নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে বলা হয়েছে।
এর আগে পূজা উৎযাপন উপলক্ষে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পূজা উৎযাপন কমিটির সাথে আলোচনা করা হয়। এ বিষয়ে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুকুল কুমার ঘোষ এবং পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্যাম দত্ত জানান, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিয়ে পুলিশ-প্রশাসনের যে ভূমিকা তা প্রশংসনীয়। এছাড়া বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের খোঁজখবর নিচ্ছেন। পুলিশ-প্রশাসন থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে তা আমরা মেনে চলব এবং সব মন্দির কমিটিকে তা মেনে চলার জন্য বলা হয়েছে। বিশেষ করে আজান ও নামাজ চলাকালীন মন্দিরের আশপাশে যেসব মসজিদ রয়েছে তাদের সময় অনুযায়ী বাদ্যযন্ত্র বন্ধ রাখা হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সবাইকে পূজা উৎযাপন করার অনুরোধ করা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, প্রতিটি পূজামণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে। এছাড়াও তানোর থানা পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক টহল দেবে। একাধিক গোয়েন্দা টিম মাঠপর্যায়ে কাজ করবে। উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) আমরা অনেকগুলো মণ্ডপ পরিদর্শন করেছি এবং নিয়মিত করব। আশা করছি সকল হিন্দু ভাই-বোনেরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন। প্রতিটি মন্দিরে বিট অফিসারসহ পুলিশের একাধিক অফিসারের নম্বর থাকবে। যে কোনো প্রয়োজনে আমাদের ফোন করতে পারেন।কেউ কোনো বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শান্তি ও নিরাপত্তা নিয়ে তানোর থানা পুলিশ সব সময় তানোর উপজেলাবাসীর সেবায় নিয়োজিত আছে এবং থাকবে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলাম সকালের সময়কে বলেন, অত্র উপজেলায় ৪৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপনে মন্দির কর্তৃপক্ষকে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। এরমধ্যে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, মণ্ডপের নিরাপত্তায় নিজস্ব স্বেচ্ছাসেবক রাখা এবং সবার দায়িত্ব বণ্টন করা। মন্দিরের পার্শ্ববর্তী মসজিদের নামাজ ও আজানের সময়সূচি অনুসারে বাদ্যযন্ত্র বন্ধ রাখা, পূজা উদযাপনের সাথে অসামঞ্জস্য কিছু না করার নির্দেশনা দেয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্সাকারী বাহিনী নিয়োজিত আছে। তাছাড়া যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
এমএসএম / জামান
তারেক রহমানের সংবর্ধনা : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী
নাগেশ্বরীতে পূর্ব দুধকুমর পাড় মানব কল্যাণ যুব সংগঠনের শীত বস্ত্র বিতরণ
ভোলাহাট সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী
বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক
আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি
গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়
জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ
ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
মান্দায় দায়সারা কাজ করে প্রকল্পের সাড়ে ৩০ টন চাল গায়েব
অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ
ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেন দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
Link Copied