মাগুরায় হাতুড়ি দিয়ে হাত ভেঙে দেয়া হলো যুবকের
মাগুরায় মোঃ রাব্বি (২০) নামে এক যুবককে হাতুড়িপেটা করে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আহত রাব্বি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা , সাড়ে ছয়টায় টার দিকে মাগুরা শহরের পারলা গ্রামে এ ঘটনা ঘটেছে।রাব্বি মাগুরা শহরের পারলা গ্রামে জাহিদুল ইসলামের ছেলে।
জাহিদুল ইসলাম জানান, উজ্জল খাঁন ও হাসিব খাঁন এলাকার সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। পারলা মাঠপাড়া এলাকায় একটা মাছের ঘের তৈরি করে তার ভিতরে মাদক সেবন করেন প্রতিনিয়তই এবং মাদক সেবন করে এসে বাড়ির মেয়ে ছেলেদেরকে ডিস্টার্ব করে থাকেন এবং চাঁদা চান আমাদের কাছে তিনি, রাত হলেই ছিনতাই ও চাঁদাবাজি সাথে জড়িত হয়ে যান এই উজ্জল খাঁন অনেক ভয়ানক ওর ব্যাপারে কেউ যদি মুখ খোলেন তাকেও মেরে ফেলার হুমকি দিয়ে থাকেন । ঠিক সেই একই কাজ আজও করছে এই উজ্জ্বল খাঁন। সন্ধ্যা সাড়ে ছয়টায় টার দিকে এলাকার কতিপয় দুর্বৃত্ত উজ্জল খাঁন ও হাসিব খাঁন হাতুড়ি দিয়ে হাত ভেঙ্গে দেয় পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে জরুরি বিভাগের ডা. সোহাগ খাঁন জানান, রাব্বি নামে এক রোগীকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। এক্সরে করতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, হাতের হাড় ভেঙে গেছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আইয়ুব আলী সাংবাদিকদের জানান,এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / T.A.S