সভাপতি পারভেজ, সম্পাদক রায়হান
তানোর সাংবাদিক ক্লাবের কমিটি ঘোষণা
‘যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ’ স্লোগানটিকে সামনে রেখে পুরনো দিনের সকল ব্যর্থতাকে মুছে ফেলে অদ্য রবিবার (১৩ অক্টোবর) থেকে নতুন আঙ্গিকে ক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে রাজশাহীর তানোর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত তানোর সাংবাদিক ক্লাবের ১৯ সদস্যবিশিষ্ট মূল কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন এই কমিটিতে ৭ জন মেধাসম্পন্ন উপদেষ্টা সমন্বয়ে এবং ১২ সদস্যবিশিষ্ট তরুণ, উদ্যমী ও মেধাসম্পন্ন সংবাদকর্মীর সমন্বয়ে গঠন করা হয়েছে তানোর সাংবাদিক ক্লাবের (টিএসসি) কমিটি।
উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- মো. রুহুল আমীন খন্দকার (নির্বাহী সম্পাদক ও বিশেষ প্রতিনিধি জাতীয় দৈনিক অপরাধ তথ্য), মো. নুরে ইসলাম মিলন (ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক উপচার এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় প্রধান), মো. কামাল উদ্দিন (নির্বাহী সম্পাদক দৈনিক চাঁপাই চিত্র), আলহাজ আকতারুজ্জামান মোল্লা রনজু) (সমাজসেবক), মো. টিপু সুলতান (সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠ ও ব্যাবসায়ী), আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. আব্দুস সবুর দেওয়ান (সুপ্রিমকোর্ট ঢাকা), আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. রায়হান কবীর (জজকোর্ট রাজশাহী)।
সাংবাদিকদের মধ্যে রয়েছেন- সভাপতি মোহা. সোহানুল হক পারভেজ, জনতার সময় পত্রিকার (প্রকাশক ও সম্পাদক) GB টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রধান, জাতীয় দৈনিক সকালের সময়; সহ-সভাপতি মো. হাসান ইমাম (বার্তা সম্পাদক) জনতার সময়; সাধারণ সম্পাদক এম রায়হান আলী (ভারপ্রাপ্ত সম্পাদক) জনতার সময় এবং ঢাকা ক্যানভাস বিভাগীয় প্রতিনিধি; যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, জাতীয় দৈনিক অপরাধ তথ্যের স্টাফ রিপোর্টার; সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার পারভেজ বাবু, জনতার সময় স্টাফ রিপোর্টার; সহ-সাংগঠনিক সম্পাদক মো. গাজিউল ইসলাম মাসুদ, জাতীয় দৈনিক অপরাধ তথ্য তানোর পৌর প্রতিনিধি; অর্থ সম্পাদক মো. শরিফুল ইসলাম, দৈনিক উপচার মুন্ডুমালা পৌর প্রতিনিধ; প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, জাতীয় দৈনিক অপরাধ তথ্য তানোর উপজেলা প্রতিনিধি; মহিলাবিষয়ক সম্পাদক মমতাজ খাতুন মুক্তা, দৈনিক কলম যোদ্ধা স্টাফ রিপোর্টার; প্রেস সম্পাদক মো. সেলিম রেজা, জনতার সময় তানোর প্রতিনিধি এবং শাওন সরকার, ক্যামেরাম্যান জনতার সময়।
এ বিষয়ে উপদেষ্টামণ্ডলীর পক্ষে উপদেষ্টা সম্পাদক মো. রুহুল আমীন খন্দকার বলেন, বর্তমানে তানোর উপজেলার সাংবাদিকদের চিত্রপট খুব একটা প্রসংশনীয় অবস্থায় নেই। বিগতদিনে আমাদের অনেকেরই অনেক ভুলত্রুটি ছিল। আমরা কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে উর্ধে নই। তাই সকল ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন আঙ্গিকে তানোর সাংবাদিক ক্লাবের সংবাদকর্মীরা সামনের দিকে এগিয়ে যাবে, এমনই প্রত্যাশা রইলো সবার কাছে। দেশ ও জাতির কল্যাণে আপসহীনভাবে ‘যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ’ স্লোগানটিকে সামনে রেখে এগিয়ে যাবে তানোর সাংবাদিক ক্লাব।
তিনি বলেন, এখন থেকে তানোর সাংবাদিক ক্লাবের কোনো সদস্য যদি রাষ্ট্রবিরোধী বা বেআইনি কোনো কার্যকলাপের সাথে জড়িত হয় কিংবা অনৈতিক কোনো কাজের সাথে জড়িয়ে পড়েন, তাহলে আমরা উপদেষ্টামণ্ডলীসহ ক্লাবের অন্য সাংবাদিকদের সাথে পরামর্শের মাধ্যমে খুবই কঠোরহস্তে যথাযথ ব্যবস্থা গ্রহণে অঙ্গীকারবদ্ধ হয়েছি।
তিনি আরো বলেন, আমি তানোর সাংবাদিক ক্লাবের গণমাধ্যমকর্মীদের জন্য একটি জায়গা নির্ধারণ, বিল্ডিং নির্মাণ ও তাদের মানোন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এক সময় তা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকেও তানোর সাংবাদিক ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনায় প্রতিষ্ঠানটির সাথে জড়িত সকলের জন্য স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের কাছে নেক দোয়ার দরখাস্ত ও সুদৃষ্টি কামনা করেন।
জামান / জামান
তারেক রহমানের সংবর্ধনা : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী
নাগেশ্বরীতে পূর্ব দুধকুমর পাড় মানব কল্যাণ যুব সংগঠনের শীত বস্ত্র বিতরণ
ভোলাহাট সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী
বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক
আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি
গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়
জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ
ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
মান্দায় দায়সারা কাজ করে প্রকল্পের সাড়ে ৩০ টন চাল গায়েব
অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ