আওয়ামী সন্ত্রাসী ভূমিদস্যু খায়ের মোল্লা কর্তৃক জমি দখলের প্রতিবাদে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন
পটুয়াখালী প্রেসক্লাবে আওয়ামী সন্ত্রাসী ভূমিদস্যু এমএ খায়ের মোল্লা কর্তৃক গত ৯ অক্টোবর মিথ্যা তথ্যের আলোকে প্রদত্ত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. জসিম সিকদার রানা।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ২০১৪ সালে কলাপাড়া উপজেলার কুয়াকাটার লতাচাপলী মৌজায় এসএ ১২৬২/১ খতিয়ান-১৫-এর সাড়ে ১৫ শতাংশ জমি মো. সায়েদুর গংয়ের কাছ থেকে ৭৪ লাখ টাকা বায়নামূলে একতলা ভবনসহ ক্রয় করি। দলিল সম্পাদনে সরকারি পারমিশন পেতে বিলম্ব হওয়ার সুযোগে গোপালগঞ্জের হাল সাং ৯/ (চ) ঢাকাস্থ সেক্রেটারি রোডের বাসিন্দা আওয়ামী লীগ নেতা দুর্ধর্ষ সন্ত্রাসী ভূমিদস্যু এমএ খায়ের মোল্লার উক্ত জমির ওপর কুনজর পড়ে এবং ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি রাতে জমিদাতা সায়েদুর রহমান গংকে প্রশাসনের সহায়তায় ডিবি পুলিশের পরিচয়ে তুলে নিয়ে ঢাকায় বসে কমিশনের মাধ্যমে ২২ লাখ ১ হাজার টাকা দর্শাইয়া ৭৯৪/১৭নং কবলা দলিল সৃষ্টি করে আমার হোটেল জবরদখল করে এবং আমি যাতে বাধা দিতে না পারি, সেজন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যা-খুনসহ মিথ্য মামলা দিয়ে হয়রানির ভয়ভীতি দেখিয়ে হোটেল জবরদখল করে রোজ ভেলী হোটেল নাম দিয়ে ব্যবসা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে।
তিনি আরো বলেন, নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়ে এমএ খায়ের মোল্লার জোরপূর্বক সৃষ্টিকৃত দলিল বাতিলের জন্য পটুয়াখালী যুগ্ম-জেলা জজ প্রথম আদালতে দেওয়ানি ১৬২/২৪ ইং ১৮.৭.২৪ তারিখে সিভিল মোকদ্দমা দায়ের করি। উক্ত মোকদ্দমায় আদালত ১৯.০৯.২৪ তারিখে সাক্ষ্য গ্রহণ করে কাগজপত্র পর্যালোচনা করে রায় দেয় এবং এমএ খায়ের মোল্লার জোর করে নেয়া ৭৯৪/২০১৭নং দলিলটি বাতিল করে।
সংবাদ সম্মেলনে জসিম সিকদার আরো বলেন, উক্ত আওয়ামী সন্ত্রাসী ভূমিদস্যু এমএ খায়ের মোল্লা গত ৯ অক্টোবর মিথ্যা তথ্যের আলোকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাপে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করায় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় বিষয়টি আমার নজরে আসায় এমএ খায়ের মোল্লা কর্তৃক লিখিত ও মৌখিক বক্ত্যবে, যা কিছু উল্লেখ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানিয়েছি।
জসিম সিকদার বলেন, স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী বৈষাম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন ওই আওয়ামী সন্ত্রাসী খায়ের মোল্লা ছাত্র-জনতার বিপ্লবকে বানচাল করার জন্য গোপালগঞ্জ ও ঢাকা শহরের শাহবাগ এলাকায় পুলিশের সহায়তায় নারকীয় তাণ্ডব চালায় এবং নেতৃত্ব দেয়। তার হাতে অনেক নিরীহ ছাত্র-জনতা খুন হন। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে ওই সন্ত্রাসী খায়ের মোল্লা আত্মগোপনে চলে যায়। শেখ হাসিনার পতনের পরে আমি খায়ের মোল্লাকে দেখিনি, বিধায় তাকে অপহরণ করার কোনো কারণ নেই। এতকিছুর পরও আমার কাগজপত্র সঠিক থাকা এবং জমিদাতারা আমার পক্ষে থাকা অবস্থায়ও সন্ত্রাসী এমএ খায়ের মোল্লার ভয়ে এবং অব্যাহত হুমকিতে আমার মালিকানাধীন হোটেল পরিচালনা করতে পারছি না।
তিনি বলেন, আমি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক। আমি সব সময় দলের আদার্শকে লালন করে চলি। আমি ব্যক্তি জীবনে কখনো অন্যায় করি না এবং অন্যায়কে প্রশ্রয় দেই না। আমি কখনো আমার দলের সুনাম ক্ষুণ্ন হোক এরকম কাজ অতীতে করিনি এবং ভবিষ্যতেও করার কোনো সুযোগ নেই মর্মে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী সন্ত্রাসী এমএ খায়ের মোল্লা যাদের কাছ থেকে জোরপূর্বক দলিল নিয়েছে, সেই ক্ষতিগ্রস্ত সায়েদুর রহমান, আলী হোসেন, মনিরা বেগম আজ আপনাদের সামনে উপস্থিত আছেন। তাদের মুখ থেকে খায়ের মোল্লার জুলুমের বর্ণনা শুনবেন এবং সন্ত্রাসী ভূমিদস্যু এসএ খায়ের মোল্লা কর্তৃক অবৈধ দখলে রাখা আমার ক্রয়কৃত একতলা ভবনসহ সাড়ে ১৫ শতাংশ জমি উদ্ধার করতে পারি তার জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য উপস্থিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে বিনীত অনুরোধ করছি।
এ সময় ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. জসিম সিকাদারের সাথে ছিলেন- তার আইনজীবী মো. মহসীন, চাচাতো ভাই ফরিদ সিকদার, ভাতিজা মেহেদী হাসান ও রেজা সিকদার, জমিদাতা সায়েদুর রহমান, মনিরা বেগম, মজিবুল হক ও আলী হোসেন খান।
এমএসএম / জামান
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত