ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সিলেটে টিকটক ও লাইকি ভিডিও তৈরির ফাঁদে ফেলে ১৬ বয়সী কিশোরীকে ধর্ষণ


সুমন ইসলাম  photo সুমন ইসলাম
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১:৫১

ইন্টারনেট আসক্তির ভয়াবহ নাম টিকটক, লাইকি। এসবকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে ঘটে চলেছে একের পর নির্মম ঘটনা। এতে আসক্ত কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ সমাজ। শুটিং হচ্ছে রাস্তায়, ছাদে, যত্রতত্র। এমনকি বাসায়, বারান্দায় বসে মুহূর্তের মধ্যে তৈরি হচ্ছে ভিডিও। বিভিন্ন গানের সঙ্গে মেশানো হচ্ছে নিজের অঙ্গভঙ্গি। ভিডিও শেয়ারিং অ্যাপে আপলোড করা হচ্ছে। ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে সর্বত্র। অলস সময় কাটানো মানুষ তা দেখছেন।

মানহীন এসব ভিডিওতে বিপথগামীও হচ্ছেন অনেকে। রাতারাতি জনপ্রিয় হতে টিকটক, লাইকি বেছে নিচ্ছেন এক শ্রেণির মানুষ। টিকটককে কেন্দ্র করে সংসার ভাঙছে। আত্মহত্যার ঘটনা ঘটছে। এমনকি ঘটেছে হত্যাকাণ্ডও। এই নেশা কোনো কোনো ক্ষেত্রে মাদকের চেয়ে ভয়াবহ। ভার্চ্যুয়াল এই নেশায় আক্রান্ত হয়ে অনেকেই নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছেন।

গত ১৯ মে সিলেটে এমনই এক ঘটনার শিকার হন এক কিশোরী। টিকটক ও লাইকি  ভিডিও তৈরির ফাঁদে ফেলে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে লাইকি ও টিকটক অভিনেতা জুবায়ের আহমেদ ফান্নি নামের এক যুবক। ‍এতে সহযোগিতা করেছেন লিজা নামে আরেক লাইকি অভিনেত্রী। এ বিষয়ে কিশোরীর বাবা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে এসএমপির শাহপরান (রহ.) থানায় মঙ্গলবার (১ জুন) একটি মামলা  দায়ের করেছেন।

মামলাসূত্রে জানা যায়, সুনামগঞ্জ জগন্নাথপুরের সোনিয়া আক্তার (ছদ্মনাম) বেশ কিছুদিন যাবৎ লাইকি, টিকটকের সঙ্গে জড়িত রয়েছে। প্রায় মাসখানেক আগে সিলেটের টিলাগড়ে বসবাসরত লাইকি অভিনেতা লিজা নামক এক মেয়ের সাথে সোনিয়ার পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যেও বেশ বন্ধুত্বও জমে ওঠে। লিজার মাধ্যমে সিলেটের শিবগঞ্জ লামাপাড়া মোহিনী ৮৩/এ-এর বাসিন্দা আব্দুল লতীফের ছেলে ধর্ষক জুবায়ের আহমেদ ফান্নির সাথে সোনিয়ার পরিচয় ঘটে। গত ঈদের পর জাফলংয়ে লাইকিতে শুটিংয়ের জন্য লিজা সোনিয়াকে প্রস্তাব দেয়। বিষয়টি সোনিয়া তার বাবার সাথে শেয়ার করলে সোনিয়ার বাবা লিজার সাথে ফোনে কথা বলে মেয়েকে অভিনয়ের জন্য যাওয়ার অনুমতি দেন। গত ১৯ মে সোনিয়ার এক আত্মীয়র বিশ্বনাথের বাসা হতে ধর্ষক ফান্নি ও লিজা তাকে একটি সিএনজিতে করে নিয়ে আসে। সিলেটে আসার পর শাহপরান থানাধীন লামাপাড়া এলাকায় মহিনি ৮৩/এ বাসার সামনে সিএনজি ব্রেক করে। ফান্নি ও লিজা সোনিয়াকে সাথে নিয়ে ওই বাসায় প্রবেশ করে। লিজা সোনিয়াকে ওই বাসায় রেখে পোশাক পরিবর্তন করার কথা বলে সে চলে যায়। এরপর ফান্নি সোনিয়াকে নাস্তা ও কোল্ড ড্রিংকস খেতে দেয়।

আরো জানা যায়, সরল বিশ্বাসে এটা সোনিয়া খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সে বান্ধবী লিজা ও তার বাবাকে ফোন দেয়ার চেষ্টা করলে ধর্ষক তার ফোন কেড়ে নিয়ে তাকে প্রচুর মারধর করে। এতে সনিয়া নিস্তেজ হয়ে পড়ে। একপর্যায়ে ধর্ষক ফান্নি সোনিয়ার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং সারারাত তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরদিন সকালে সোনিয়া উক্ত ঘটনা কারো কাছে যাতে না বলে সে বিষয়ে ধর্ষক ফান্নি সতর্ক করে হুমকি-ধমকি দিয়ে অসুস্থ অবস্থায় সোনিয়াকে হোটেলে নিয়ে নাস্তা করে এবং পরবর্তীতে সিএনজি করে বিশ্বনাথ ওই আত্মীয়র বাসায় সামনে নামিয়ে দিয়ে আসে। সোনিয়ার আত্মীয় তাকে অসুস্থ অবস্থায় দেখে সোনিয়ার বাবাকে ফোন করলে তার বাবা দ্রুত তাকে নিয়ে বাড়ি যেতে বলে। সোনিয়া বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। রিকসাচালক বাবা সারাদিন কাজ করে বাসায় এসে মেয়ের জ্ঞান ফেরার পর বিস্তারিত জেনে প্রথমে র‌্যাব ‍এবং পরবর্তীতে শাহপরান থানার সহায়তা নেন। অতঃপর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আসক ফাউন্ডেশনের সহযোগিতা ও সহায়তায় সোনিয়াকে ওসমানী মেডিকেলের ওসিসি ডিপার্টমেন্টে ভর্তি করে চিকিৎসা শেষে শাহরান (রহ.) থানায় বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অঞ্জন সিংহের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক সকালের সময়কে মামলার সত্যতা স্বীকার করে বলেন, অত্র থানায় মামলা রেকর্ড হয়েছে (মামলা নং-০১, তাং ১ জুন)। পুলিশের পক্ষ থেকে আসামিদের গ্রেফতারের বিষয়ে সব ধরনের তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে। মামলায় অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ফান্নির মুঠোফোন (০১৭৮৫৯৫৪৮৩৭) যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এমএসএম / জামান

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত