ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে সবজির চড়া মূল্যে দিশাহারা সাধারণ মানুষ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ৪:০

কুমিল্লার চৌদ্দগ্রামে কাঁচা সবজির বাজার আকাশচুম্বী। যাদের মাছ-মাংস খাওয়ার সাধ্য ছিল না, ভরসা ছিল শুধু শাকসবজিতেই। বাজারে সবজির চড়া মূল্যের ফলে সেই শাক-সবজিই এখন তাদের কাছে বিলাসী পণ্য। ফলে সাধারণ মানুষ আজ দিশাহারা। বাজারে ১০০ টাকার নিচে কোনো সবজি এখন পাওয়া যাচ্ছে না। জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে শাকসবজি। দিন যতই যাচ্ছে সবজিতে উচ্চমূল্যের উত্তাপ ছড়াচ্ছে। ফলে সবজি কেনা তো দূরের কথা, হাত দেয়াই দুষ্কর হয়ে পড়েছে।

উপজেলার চৌদ্দগ্রাম বাজার, মুন্সীরহাট বাজার, মিয়াবাজারসহ বেশ কয়েকটি বাজারে সোমবার (১৪ অক্টোবর) সরেজমিন দেখা গেছে, বাজারে ১ কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। টমেটোর কেজিপ্রতি দাম ২৬০ টাকা, ধুন্দল ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, বরবটির কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, ঝিঙে ও চিচিঙ্গার কেজি ১০০ টাকা, পটল ৮০ টাকা, ওলকচু ৮০ থেকে ১০০ টাকা, কচুর ছড়া ৭০ থেকে ৮০ টাকা, কচুর লতির আঁটি ১০০ টাকা, লাউ গড়ে প্রতি পিস ১১০ থেকে ১৩০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৬০ থেকে ৭০ টাকা, শসা ৮০ টাকা, কাঁচা পেঁপে ৬০ টাকা, গাজর ১৮০ থেকে ২০০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, বেগুন ১৪০ টাকা, দেশি শিম ২৫০ টাকা, ডিমের হালি ৬০ টাকা, ছোট আকারের কুমড়ার শাক কিংবা লাউ শাকের আঁটি ৭০ থেকে ৮০ টাকা, কলমি শাকের আঁটি ২০ টাকা, লালশাকের আঁটি ৬০ থেকে ৭০ টাকা। এভাবে প্রতিটি শাকসবজির বর্তমান বাজার মূল্য বেশ চড়া।

চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরা গ্রামের লায়লা বেগম বলেন, ছোট ছেলের বায়নায় বাজারে এসে ব্রয়লার মুরগি কিনে সবজি কিনতে গিয়ে দেখি কাঁচা সবজির দাম আকাশচুম্বী। ভেবেছিলাম, দুয়েক পদের সবজি কিনে বাড়ি ফিরব। কিন্তু সবজির দাম বেশি হওয়ায় ১২০ টাকায় এক কেজি ধুন্দল কিনে বাড়ি ফিরে যাচ্ছি। অথচ অল্প কিছুদিন পূর্বেও এই ধুন্দলের দাম ছিল কেজিপ্রতি মাত্র ৪০-৫০ টাকা। দিন দিন কাঁচা সবজির দাম যে হারে বাড়ছে, এতে সবজি কেনার ক্ষমতা হারাচ্ছেন সাধারণ মানুষ।

সবজি ক্রেতা কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের মো. আব্দুল হান্নান নয়ন জানান, বাজারে মাছ-মাংসের দাম বেশি। সাধারণ মানুষের ভরসা ছিল শাকসবজি। কিন্তু সেটাও প্রতিদিন আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ১০০ টাকার নিচে কোনো সবজি কেনা যায় না। এ অবস্থায় মানুষ খাবে কী?

চৌদ্দগ্রাম কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী মো. ওসমান বলেন, আমরা প্রায় সময়ই কুমিল্লার উত্তরাঞ্চলের নিমসার বাজার থেকে সবজি চালান করে থাকি। সাম্প্রতিক বন্যার কারণে জেলার প্রতিটি উপজেলায় সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পাইকারি বাজারেও চাহিদার তুলনায় সবজির জোগান কম থাকায় দাম চড়া। কেউ কেউ অন্যান্য জেলা থেকে সবজি আমদানি করছেন। এতে ভাড়াসহ আমদানি খরচ বেশি পড়ছে। ফলে সবজির দাম আগের তুলনায় বেশি।

T.A.S / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত