কবিরহাটে মাদক সেবনকালে জনতার হাতে আটক ৩, অদৃশ্য কারণে ছেড়ে দেয়ার অভিযোগ
নোয়াখালীর কবিরহাটে মাদক সেবনকালে তিন মাদকসেবীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রহস্যজনক কারণে তাদের ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বেদু চেয়ারম্যান বাড়ির বেদু চেয়ারম্যানের পুরাতন বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বেদু চেয়ারম্যান বাড়ির মৃত বেদু চেয়ারম্যানের ছেলে মো. সোহেল (৪৫), কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের পাটোয়ারীবাড়ির নুরুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম (৪৪) এবং কবিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের হাজী নুর উদ্দিন ডুবাইওয়ালার বাড়ির হাজী নুর উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৪৫)।
নাম প্রকাশে অনিশ্চুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, বেদু চেয়ারম্যান বাড়ির মরহুম বেদু চেয়ারম্যানের ছেলে মো. সোহেল দীর্ঘদিন যাবত এলকায় মাদক সেবন ও বিভিন্ন মাদক কারবারিদের নিজ বাড়িতে এনে তাদের পুরাতন ঘরের তৃতীয় তলার একটি কক্ষে মাদকের আসন বসিয়ে মাদক সেবন ও বিক্রি করে আসছেন। প্রতিদিনের মতো সোমবার রাত ৯টার দিকে সেখানে মাদকের আড্ডা বসছে- এমন সংবাদের ভিত্তিতে এলকার এক-দেড়শ লোক পুরো বিল্ডিং ঘেরাও করে তাদের আড্ডারত অবস্থায় তৃতীয় তলার একটি রুমে তল্লাশি করে ইয়াবা সেবনের সরাঞ্জাম, দুই পিস ইয়াবা, তিন পুরিয়া গাঁজা ও নেশাজাতীয় দ্রব্য গামসহ তাদের তিনজনকে আটক করে। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চান এলাকাবাসীর কাছে।
স্থানীয়রা আরো বলেন, আটকের পর কবিরহাট থানা পুলিশকে কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে তাদের তিনজনকে ছেড়ে দিতে বাধ্য হন স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে পুনরায় কল করে জানানো হলে মাঝপথ থেকে থানায় ফেরত যেতে হয়।
স্থানীয় লোকজন বলেন, বেদু চেয়ারম্যানের ছেলে মো. সোহেল আর কখনো মাদক সেবন কিংবা কোনোরকম মাদকের সাথে জড়িত হবেন না মর্মে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এবং তার সাথে থাকা বাকি দুজনও একই ভাবে ক্ষমা চাওয়ায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সুপারিশে তাদের ছেড়ে হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পুনরায় খবর আসে স্থানীয়রা বিষয়টি সমাধান করে আটককৃতদের ছেড়ে দিয়েছেন।
অপর এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা জানান, আটককৃতদের ছেড়ে দেয়া ও ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে আটক করার পর ছেড়ে দেয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫