ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

কাপ্তাইয়ে মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ১২:৪০

সারাদেশের ন্যায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। তারই পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ অক্টোবর) কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এইচপিভি টিকাদান সমন্বয় কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের বিষয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বিভিন্ন তথ্য, টিকাদানের গুরুত্ব ও কর্মসূচি উপস্থাপন করেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- কাপ্তাই থানার ওসি মো. মাসুদ, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার, কাপ্তাই উপজেলা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বর্ষা রহমান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. দেলোয়ার হোসাইন, কাপ্তাইয়ের ওয়াগ্গা হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যেতিষময় তঞ্চঙ্গ্যা, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা বেগম প্রমুখ।

অবহিতকরণ সভায় বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যান্সারের প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিনটি খুবই গুরুত্বপূর্ণ। স্কুলপড়ুয়া ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী অথবা স্কুলে যায় না এমন ১০-১৪ বছর বয়সী কিশোরীরা এই ক্যাম্পেইনের আওতায় এক ডোজ টিকা নিতে পারবে৷ টিকা গ্রহণের পূর্বশর্ত, অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য vexpi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করলে খুব সহজেই টিকা কার্ড তৈরি হয়ে যাবে। টিকাদানকালীন স্ক্যান করে অনলাইনে টিকাপ্রাপ্তি নিশ্চিত করা হবে এবং এই স্ক্যানের মাধ্যমে টিকা সনদ প্রদান করা হবে। তাই ঝামেলা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

এছাড়া কাপ্তাই উপজেলা ভ্যাক্সিন প্রদানের সিডিউলিং বিভিন্ন প্রচার-প্রচারণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। দক্ষ টিকদান ব্যক্তিদের দিয়ে এ টিকা প্রদান করা হবে। রেজিস্ট্রেশনের জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্পেশাল বুথ খোলা হবে। এ কার্যক্রম সফলের জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবার সহযোগিতা কামনা করেছে।

এমএসএম / জামান

দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ

নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫

‎গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ

মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা

রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা