শৈলকুপার হাকিমপুর ইউনিয়নে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিপুর ইউনিয়নের জাকির হোসেনের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিএনপিসহ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা। তার সামাজিক দলে না আসায় দেয়া হচ্ছে হুমকি, করা হচ্ছে জমি দখল ও মারধর, নেয়া হচ্ছে চাঁদা। গত দুই সপ্তাহ ধরে ওই ইউনিয়নের হরিহরা, নাগপাড়াসহ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর হাকিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এলাকায় নীরব চাঁদাবাজি শুরু করেছেন। এলাকায় প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন গ্রামের বিএনপির নেতাকর্মীদের তার সামাজিক দলে ভেড়াতে জোর করছেন। কেউ তার কথায় রাজি না হলে নানাভাবে অত্যাচার ও হয়রানি করা হচ্ছে।
ভুক্তভোগী নাগপাড়া গ্রামের আলাউদ্দিন বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। এর আগে নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানের এজেন্ট হওয়ার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নির্যাতিত হয়েছি। মাসের পর মাস বাড়িছাড়া ছিলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেবেছিলাম এখন মনে হয় সুদিন ফিরবে। কিন্তু এখন যেন তার থেকে অত্যাচার বেশি হচ্ছে। হাকিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এখন আমাদের ওপর অত্যাচার করছেন। জাকির হোসেন ও তার সহযোগী সিদ্দিক মেম্বার আমার বাড়ি ঘিরে দিয়েছেন। মাঠের ফসলাদি লাগাতে দেয়নি। আমরা দুই ভাই মাঠে ধান লাগাতে পারিনি। এখন আমার গ্রামে বসবাস করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।
হরিহরা গ্রামের ভুক্তভোগী রাজু আহম্মেদ বলেন, সরকার পরিবর্তনের পর জাকির আমাকে বলল তার সামাজিক দলে যেতে হবে। আমি জাকিরকে বললাম আমি ওসব ঝামেলার মধ্যে থাকতে চাই না। এতে সে ক্ষুব্ধ হয়ে আমাকে বলে আমার দলে যেতেই হবে। আমি না যাওয়ায় পরদিন তার ভাতিজা চয়ন, জহুরুলসহ তিন-চারজন আমাকে মারধর করে। আমি ৪-৫ দিন হাসপাতালে থাকার পর বাড়ি আছি, কিন্তু পলাতক ভাবে। গ্রামে খুব একটা বের হতে পারছি না। খুব চাপে আছি।
একই গ্রামের নওয়াব আলী বিশ্বাস বলেন, কয়েক দিন আগে হরিহরা গ্রামের জনাব আলী আমাকে বলেন, আমি নাকি তার কাছ থেকে ২২ হাজার টাকা ধার নিয়েছিলাম। ওই টাকা ফেরত দিতে হবে। এর কয়েক দিন পর জাকির আমাকে ডেকে সালিশ করে ২২ হাজার টাকা দিতে জোর করে। আমি উপায় না পেয়ে ২২ হাজার টাকা দিয়ে আসি। তবে আমি কিন্তু কোনোদিন জনাব আলীর কাছ থেকে টাকা নিইনি। আমাকের চাঁদাস্বরূপ টাক দিতে হলো।
আব্দুল্লাহ নামে এক কৃষক জানান, আমার কাছ থেকেও জোর করে ২৮ হাজার টাকা নিয়েছে। আমি নাকি একজনের কাছে টাকা দেনা, ওই কথা বলে সালিশে ডেকে নিচ্ছে। যখন প্রমাণ চাচ্ছি তখন বলছে ওসব কিছু না, চাঁদা দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের এক বিএনপি নেতা বলেন, জাকির হোসেন এলাকায় চাঁদাবাজি করছে। একেক পাড়ায় একেকজন লোককে পাঠিয়ে তাদের কাছে টাকা পাবে বলে হুমকি দিচ্ছে। পরে জাকির তাদের ডেকে জোর করেই টাকা আদায় করছে।
অভিযুক্ত জাকির হোসেন বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যারা টাকা দিয়েছে তারা ৭-৮ বছর আগে ওই টাকা আমার কাছ থেকে নিয়েছিল। ওই টাকাই সালিশ করে ফেরত আনা হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির গঠন করা ‘চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারি, গাছকাটা জমি দখলসহ যে কোনো অন্যায় বিরোধী’ কমিটির সদস্য রাকিবুল হাসান খান দিপু বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে আমরাও এমন অভিযোগ পেয়েছি। দু-এক দিনের মধ্যেই বিষয়টি তদন্ত করে প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার
নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা