ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

নির্মাণের আগেই কোটি টাকার রাস্তা ধসে পুকুরে


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৪:৪৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাস্তার পাশের মাটি কেটে বিক্রি করায় নির্মাণাধীন রাস্তাটি গভীর পুকুরে ধসে পড়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্থানীয়রা ময়মনসিংহ জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী এলজিইডি ময়মনসিংহ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার রাজিবপুর ইউনিয়নের কাশিগঞ্জ থেকে লতিফ মার্কেট পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ১ কোটি ৩ লাখ টাকায় নির্মাণের কার্যাদেশ পায় সোহেল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৩ সালের ৫ নভেম্বর রাস্তাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের কিছুদিন পর তৎকালীন দলীয় প্রভাবশালী নেতার মালিকানাধীন মাছ চাষের পুকুরের মাটি কেটে বিক্রি করে দেয়া হয়। এ কারণে পুকুরটি গভীর হয়ে যায়। ফলে রাস্তাটি পুকুরে ধসে পড়ে। এ সময় স্থানীয় এলাকাবাসী বাধা দিলেও পুকরে মালিক দলীয় প্রভাবশালী নেতা হওয়ায় বাধার তোয়াক্কা করেননি।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশল বিভাগ সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। রাস্তা ভেঙে যাওয়ার ব্যাপারে উপজেলা প্রকৌশলী কৈফিয়ত তলব করলে ফিশারির মালিক মশিউল হাসান নিজ উদ্যোগে মাটি ভরাট করে দেয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। পরে তিনি রাস্তার পাশে কয়েকটি বাঁশের খুঁটি দিয়ে মাটি ফেলে নামকাওয়াস্তে দায়সারা কাজ সম্পন্ন করেন। এই দায়সারা কজের জন্য রাস্তাটি আবারো ধসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় আব্দুস সামাদ জানান, রাস্তাটির জন্য আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। বর্ষাকালে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যায়। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা নিয়মিত স্কুলেও যেতে পারে না এই রাস্তার কারণে। এই রাস্তার কারণে আমাদের সাথে অনেকেই আত্মীয়তা করতে চায় না। দীর্ঘদিন পরে স্বপ্নের এ রাস্তাটির কাজ শুরু হলেও শেষ হওয়ার আগেই স্বপ্ন ভেঙে পুকুরে ধসে যায়। 

শহিদুল ইসলাম বলেন, আমরা এলাকাসীর চাই রাস্তাটির পাশে যেন প্যালাইডিং দিয়ে বাঁধ দেয়া হয়। তাহলে আমরা অনেক উপকৃত হব।

এ বিষয়ে পুকুরের মালিক মশিউল হাসান জানান, ২০০৯ সাল থেকেই এখানে পুকুর ছিল। কিছুদিন পূর্বে মাটি বিক্রি করা হয়েছে। খনন কর্মচারীরা ৩ ফুট করে মাটি কাটার কথা থাকলেও তারা ৫ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যায়। আমি তখন বাড়ি ছিলাম না।

রাস্তাটির ঠিকাদার সরাফত আলী জানান, রাস্তার পাশঘেঁষে পুকুর খননের বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুকুরের মালিক রাস্তার পাশে নিজ উদ্যোগে মাটি ভরাট করে দেবেন বলে অঙ্গীকার করেছেন। 

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / জামান

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা