উলিপুরে সেতু দেবে যাওয়ায় বিপাকে ২২ গ্রামের মানুষ

কুড়িগ্রামের উলিপুরে ৫৪ লাখ টাকা ব্যয়ে বামনী নদীর উপর নির্মিত সেতুটি ডেবে গেছে। এতে সেতুটির উপর দিয়ে চলাচলকারী দুই ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ পড়েছেন বিপাকে। উপজেলার হাতিয়া ও ধরনীবাড়ী ইউনিয়নের কাসারিরঘাট চরুয়াপাড়া এলাকায় অবস্থিত সেতুটি দুই ইউনিয়নের মানুষজনের একমাত্র সংযোগ সড়ক ছিল। সেতুটি ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষজন, শিক্ষার্থী ও পথচারীরা।
সরেজমিন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ওই এলাকায় গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি কয়েক দিনের ভারি বৃষ্টি ও বন্যার কারণে বামনী নদীর পানির তীব্র স্রোতে সেতুটির দুই পাশের সংযোগ সড়কের মাটি নদীতে ধসে পড়ে। এরপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকাকালে হঠাৎ করে বুধবার (১৬ অক্টোবর) বিকট শব্দে সেতুটির মাঝের অংশ দেবে ভেঙে যায়। এ কারণে দুই ইউনিয়নের যানবাহনসহ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন ওই এলাকার মানুষজন ও শিক্ষার্থীরা।
সেতুটি দেবে যাওয়ায় সময় জাবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি সেতুর উপড়ে বসে বাঁশের কাজ করেছিলেন। দুর্ঘটনার সময় তিনি দৌড়ে প্রাণে বেঁচে যান। তিনি বলেন, আমার চোখের সামনেই সেতুটি ডেবে যায়। তিনি বলেন, আমরা এলাকাবাসী অনেক কষ্টে আছি। সেতুর উপর দিয়ে চলাচল করতে পারছি না। দ্রুত সেতুটি ভেঙে নতুন করে সেতু তৈরির দাবি জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় গ্রামীণ রাস্তার কম-বেশি ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় হাতিয়া ইউনিয়নের কাসারিরঘাট হতে ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী যাওয়ার সড়কে জনৈক ছাবেদ আলীর বাড়িসংলগ্ন বামনী নদীর উপর ৫৪ লাখ ৪ হাজার ৬৫০ টাকা ৭০ পয়সা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্য সেতুটি নির্মাণ করা হয়।
এলাকাবাসী রাজু মিয়া (৩৫), জোবেদ আলী (৪০), লিটু মিয়া (২৩), সাবেদ আলী (৩৫), আব্দুর রশিদ (৪০), রোকছানা বেগম (৩৫), বিলকিস বেগম (৪২), আবুর উদ্দিন (৫৫)-সহ অনেকে অভিযোগ করে বলেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঠিকাদার নিম্নমানের মালামাল দিয়ে সেতু তৈরি করায় নির্মাণের ৭ বছর যেতে না যেতেই ভেঙে যায়।
তারা আরো বলেন, বামনী নদীর সংস্কার করায় পানির স্রোতের বেগ বৃদ্ধি পায়। ফলে সেতুটির দুই পাশে ও মাঝখানের মাটি সরে গিয়ে এ ঘটনা ঘটে। সেতুটির পূর্ব ও পশ্চিম পাশে পূর্ব মাদারটারী, ফকিরপাড়া, তেলীপাড়া, ফরমকাটা, নামানিরচর, কাসারিয়ারঘাট, চড়ুয়াপাড়া, টসাপাড়া. নয়াগ্রামসহ প্রায় ২২টি গ্রামের ২৫ হাজার লোক ওই সেতুর উপর দিয়ে চলাচল করেন। এছাড়া সেতুর দুই পাশে থাকা নতুন অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়াজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন অনন্তপুর উচ্চ বিদ্যালয়, বালারচর ফাজিল মাদ্রাসা, নতুন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়সহ ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ওই সেতুর উপর দিয়ে চলাচল করেন।
শিক্ষাথী নাহিদ হাসন, আলিফ মিয়া, মিতু (১ম শ্রেণি), আশিক বাবু, আঁখি তারা (২য় শ্রেণি), আয়শা (৫ম শ্রেণি), মিন্নতি আরা, মরিয়ম (৪র্থ শ্রেণি), মুরাদ হাসান (৬ষ্ঠ শ্রেণি)-সহ অনেক শিক্ষার্থী বলে, সেতুটি ডেবে যাওয়ায় আমরা স্কুলে যেতে পারছি না। বাঁশের টারের উপর দিয়ে চলাচলের ব্যবস্থা করলেও আমরা ভয়ে পার হতে পারছি না। এপার থেকে ওপারে যেতে ভয় হয়, কখন যেন পা পিছলে নদীতে পড়ে যাই। স্কুলে যাওয়া-আসার সময় অভিভাবকরা কোলে করে আমাদের বাঁশের টার পার করে দেন। তবুও ভয় লাগে কখন যেন সবাই মিলে পানিতে পড়ে যাই।
হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান বলেন, সেতুটি দেবে যাওয়ায় এলাকার জনগণসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দ্রুত বিকল্প ব্যবস্থার দাবি জানান তিনি।
ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক জানান, সেতুটি দেবে যাওয়ার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বামনি নদী খননের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। নদীর প্রস্থের তুলনায় সেতু ছোট হওয়ায় দুই পাশের পাড় ভেঙে যায় এবং সেতুটি দেবে যায়।
তিনি আরো জানান, কেকতিরপাড় সরদারপাড়া ও রুপার খামার এলাকায় বামনি নদীর উপর আরো দুটি সেতু একই কারণে ঝঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেখানেও জনসাধারণের চলাচল বন্ধ হওয়ার উপক্রম। তিনি অভিযোগ করে বলেন, অপরিকল্পিতভাবে নদী খননের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা বলেন, বিষয়টি শোনার পার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান জানান, সেতুটি দেবে যাওয়ার বিষয়টি আমি অবগত হয়েছি। জনগণের দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
