গাজীপুরে জলপাইয়ের বাম্পার ফলন

গাজীপুরের শ্রীপুরে এবার মৌসুমি ফল জলপাইয়ের বাম্পার ফলন হয়েছে । এ জলপাই ইতিমধ্যেই জেলার বিভিন্ন হাট-বাজারে উঠেছে। দাম ভালো থাকায় জলপাই চাষীদের মুখে হাসি ফুটেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে মৌসুমি ব্যবসায়ীরা গাছ থেকে জলপাই সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন হাট-বাজারে জলপাই উঠতে শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বাগান ও বাড়ির আঙ্গিনায় এ জলপাই চাষাবাদ করা হচ্ছে। বিশেষ করে তেলিহাটি,গোসিঙ্গা, মাওনা, বরমী,কাওরাইদ, রাজাবাড়ি ও প্রহলাদপুরে জলপাই চাষাবাদ বেশি হয়।প্রতিবছরের ন্যায় এবারো জলপাই মৌসুম আসার শুরু থেকেই পাইকারি ব্যবসায়ীরা জলপাই সংগ্রহ করছে। মৌসুম শুরুর আগেই বাগান মালিকদের অগ্রিম টাকা দিয়ে বাগান কিনে রাখেন স্থানীয় ব্যবসায়ীরা এবং এ বাগান থেকে জলপাই বিক্রি করেন তারা। এতে জলপাইয়ের ভালো দামও পাচ্ছেন বাগান মালিকেরা।
দিন দিন এ লাভজনক জলপাই চাষাবাদে ঝুকছে কৃষকেরা। এ জলপাই উৎপাদন বাড়াতে কাজ করছে সংশ্লিষ্ট কৃষি বিভাগ। বর্তমানে হাট-বাজারে প্রতিকেজি জলপাই ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। জলপাই চাষীরা বলেন, মৌসুম শুরুর আগেই অনেক বাগান কিনে নেয় ব্যবসায়ীরা। তবে বাড়ির আঙিনা ও বাগানে লাগানো গাছ থেকে জলপাই বিক্রি করছি এবং দাম ভালো পাচ্ছি।
স্থানীয় জলপাই ব্যবসায়ীরা বলেন, এ উপজেলার বিভিন্ন হাট-বাজার ওঠা জলপাই স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, চলতি মৌসুমে জলপাইয়ের বাম্পার ফলন হয়েছে।জলপাই চাষাবাদে সংশ্লিষ্ট কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে। এবার বাম্পার ফলনের আশা করা হচ্ছে। এখন বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
T.A.S / T.A.S

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
