ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বেনাপোলে দুদক পরিচয়ে ২ লক্ষ টাকা দাবি


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ৩:১২

বেনাপোল কাস্টমস হাউসের এনজিও বাবুল মিয়ার (৪০) বিলাস বহুল গাড়ীর ছবি ও দুদকের চিঠি পাঠিয়ে দুই লক্ষ টাকা চেয়েছেন দুদক কর্মকর্তা পরিচয়ে মেহেদী হাসান। এনজিও বাবুলের নামে দুদক চিঠি ইস্যু করেছে জানিয়ে দপ্তর থেকে চিঠি সরাতে ২ লাখ টাকা দাবি করে হোয়্যাটঅ্যাপ নাম্বারে ম্যাসেজ করেছেন মেহেদী হাসান নামের ঐ কর্মকর্তা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূক্তভোগী এনজিও কর্মী বাবুল জানান,তার কাছে প্রেরিত চিঠিটা দুদকের নই। তাকে ব্ল্যাকমেলিং করতে দুদকের ভূয়া চিঠি বানিয়ে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েছে। এ ঘটনায় কাস্টমস পাড়ায় শোরগোল সৃষ্টি হয়েছে। প্রেরিত চিঠির রহস্য জানতে চুলচেরা বিশ্লেষন চলছে এনজিও কর্মিদের মধ্যে। দুদকের চিঠি প্রেরিত হোয়াটঅ্যাপ নাম্বারে (০১৬০২১২৭৩১৬) কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। প্রেরিত চিঠিতে উল্লেখিত বাবুল মিয়ার গাড়ি থাকার সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায় নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা তিনি। বিশ বছরের অধিক সময় ধরে তিনি বেনাপোলে বসবাস করেন ও বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের ব্যাক্তিগত সহযোগী হিসাবে এনজিওর কাজ করেন।

বেনাপোল কাস্টমস হাউসে কাজের সুবাধে তিনি স্বল্প সময়ে প্রচুর অর্থবিত্তের মালিক বনে যান। দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যলয় এর উপ-পরিচালক মোঃ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত চিঠির স্মারক নং-০১,০০০০,১০৩.৭১.০০১.৭২.০০১.১৯-১২০ ও নথি নং:০৪,০১,০০০০.১০৪,৭২.০০১.১৯.৪৪৮২৭। চিঠি ছাড়াও তার প্রিমিও গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো-খ-৪১-৪৯৯৮ উল্লেখ থাকলেও তার আনুমানিক ২২ লাখ টাকা মূল্যে ক্রয়কৃত বিলাসবহুল গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো-গ-৩৫-০৯৭১। ঘটনার পরপরই ইতিমধ্যে বাবুল মিয়া গাড়িটি বিক্রির জন্য তোড়জোড় শুরু করেছেন বলে নিশ্চিত করেন প্রাইভেটটির চালক জাকির হোসেন। এ বিষয়ে এনজিও বাবুলের মুঠোফোনে জানতে চাইলে তার প্রিমিও গাড়ী থাকার কথা স্বীকার করে জানান, ধার দেনা ও কাস্টমস অফিসারদের সহযোগীতাই তার সংসারজীবন চালাতে তিনি প্রাইভেট কারটি ক্রয় করেন। 

উল্লেখ্য বেনাপোল কাস্টমস হাউসে কর্মরত কর্মকর্তাদের সহযোগী হিসাবে বহিরাগত আনুমানিক শতাধিক এনজিও কর্মী বেনাপোল কাস্টমস হাউজে দীর্ঘ বৎসর ধরে কাজ করে আসছেন। এরা বিভিন্ন সময়ে আমদানীকারকদের প্রতিনিধি হিসাবে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের দাখিলকৃত পণ্য ছাড় করানোর ফাইল আটকিয়ে কৌশলে কর্মকর্তাদের চাহিদা মোতাবেক ঘুষের টাকা উত্তোলন করে থাকে। আমদানীকারকরা কাস্টমসের হয়রানী এড়াতে বাধ্য হয়েই বাড়তি ঘুষের টাকা দিয়েই পণ্য চালান ছাড় করিয়ে নেন। বেনাপোল স্টেশনে এনজিও কর্মীদের ফাইলপ্রতি অবৈধ ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে অনেক আমদানি কারক এ পথে ভারত হতে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন। বিষয়টি নিয়ে একাধিকবার পত্র পত্রিকায় লেখালেখী হলেও এনজিও কর্মীদের ব্যাপারে কোন পদক্ষেপ নেননী বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। 

নাম প্রকাশ না করা শর্তে সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের এক উর্দ্ধতন নেতা জানিয়েছেন,কাস্টমসে কর্মরত বহিরাগত এনজিও কর্মীরা কাস্টমস কর্মকর্তাদের বিভিন্ন ভাবে ভুল তথ্য দিয়ে আমাদের হয়রানি সহ বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে আমাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে যাচ্ছে। তারা প্রতিটি গ্রুপে এবং উর্দ্ধতন কর্মকর্তাদের এনজিও কর্মী হয়ে ফাইল প্রতি টাকা গ্রহন করছে। এসকল এনজিও কর্মীদের হটসএ্যাপ নাম্বার ও মোবাইল সিম ট্রাকিং করলে বেরিয়ে আসবে ঘুষের লেনদেনের সকল তথ্য। এ সকল বহিরাগত এনজিও কর্মীদের বেনাপোল কাস্টমস থেকে অপসারণ করলে কাজের গতি বৃদ্ধি সহ রাজস্ব আদায় বহুল অংশে বৃদ্ধি পাবে। আমরা দেশের উন্নায়নের স্বার্থে কাস্টমস হাউস থেকে অবৈধ এসব এনজিও কর্মী দ্রুত অপসারন করতে অনুরোধ জানাচ্ছি। এছাড়া গোয়েন্দা সংস্থা দিয়ে এসব এনজিও কর্মীদের আটক করে তদন্ত করলেই বেরিয়ে আসবে ওই সকল সিন্ডিকেট সদস্য ও কতিপয় কাস্টমস কর্মকর্তাদের অবৈধ আয়ের পরিমান। আমদানিকারকরা এসব দুর্নীতির আশ্রয় ও প্রশ্রয় দেওয়া সকল কর্মকর্তা সহ বিপুল পরিমান অর্থ বিত্তের মালিক বণে যাওয়া কাস্টমস এনজিওদের গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত পূর্বক আটকের দাবি জানান। 

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরীর মুঠো ফোনে একাধিকবার কল করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

T.A.S / T.A.S

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে ৫ জেলার যাত্রী

নরসিংদীতে ১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে জামায়াত বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি