ঢাকা বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে ঢেউটিন বিতরণ


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ২:৪৯

বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনালস্ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশনের (রেজি. এস-১৪১৪১/২৪) উদ্যোগে তেলিখালী ইউনিয়নে বন্যাপরবর্তী পুনর্গঠন কার্যক্রমের আওতায় মোইবুর গাজী ও কারিমুল হোসেন গাজীর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

গত ২৬ মে সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় ১৯টি জেলার ১০৭টি উপজেলায় প্রায় ৩৭ লাখ ৫৮ হাজার মানুষকে ক্ষতিগ্রস্ত করেছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে প্রায় ৩৫ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল এবং ১ লাখ ১৫ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বন্যাপরবর্তী পুনর্গঠন কার্যক্রমের আওতায় গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ আরএমজি প্রফেশনালস এফএনএফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন- উক্ত ফাউন্ডেশনের হেড অব অপারেশন্স মো. রাজিবুল ইসলাম, সদস্য মো বাবুল শেখ, গ্যাজেট-বিডির ব্যবস্থাপক মো মাহিন পারভেজ মুন্না প্রমুখ। এ সময় খুলনা জেলার পাইকগাছা থানার তেলিখালী ইউনিয়নের কাজীবাড়ি এলাকার মোইবুর গাজী ও কারিমুল হোসেন গাজীর মাঝে ঘরের টিন বিতরণ করা হয়।

এ সময় ইউনিয়নের তেলিখালী মদিনাতুল আমান জামে মসজিদের সভাপতি মাসুদ বিশ্বাস, ইমাম মো. আজিজুল শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আরএমজি প্রফেশনালস এফএনএফ ফাউন্ডেশনের হেড অব অপারেশন্স মো. রাজিবুল ইসলাম বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল  আঘাত হেনেছিল। এতে ৮৪ লাখেরও বেশি মানুষ স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন ও নিরাপত্তার ঝুঁকিতে পড়ে, যার মধ্যে রয়েছে ৩২ লাখ শিশু। এ সংকটময় মুহূর্তে আমাদের কার্যক্রম হবে বন্যাপরবর্তী পুনর্গঠন এবং বন্যাদুর্গতদের জীবন ও জীবিকার পুনর্বাসন।

উল্লেখ্য, বিগত সময়ে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনালস ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে ইফতার মাহফিল, প্রতি বছর ঈদুল আজহা ও ঈদুল ফিতরে অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বেশ কয়েকটি মসজিদ ও এতিমখানায় সংগঠনটির উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ করা হয়। প্রতি বছর সংগঠনের সদস্যদের নিয়ে গেটটুগেদার করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ও বই কিনে দেয়া হয়। টঙ্গীতে তাহফিজুল কুরআন মাদ্রাসায় কোরআন শরিফ রাখার জন্য স্টিলের আলমারি ও কিতাব রাখার জন্য বেঞ্চ বিতরণ, কৃষি গবেষণা পয়ঃবর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা শ্রমিকদের (সুইপার) মাঝে নতুন জামা বিতরণ, বিশ্ব বালিকা দিবস উদযাপন উপলক্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক বই ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া সংগঠনের সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য আরএমজি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এবং স্বাবলম্বী প্রকল্পের আওতায় একটি অসহায় পরিবারকে বিনামূল্যে অটোরিকসাও দেয়া হয়।

T.A.S / জামান

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ