ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ২২-১০-২০২৪ রাত ১০:৩৫

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্মরণে 'যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) উদ্যোগে মৌসুম-২ এর প্রতিযোগিতা এ আয়োজন শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মো: করম নেওয়াজ বলেন, "নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্কে অংশগ্রহণ করতে হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দলের সাথে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। টেলিভিশনে যখন গণ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলকে দেখা যাবে, তখন সবার গর্ববোধ আরও বৃদ্ধি পাবে।"

কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, "ডিবেটিং সোসাইটির বর্তমান দায়িত্বপ্রাপ্তরা গণ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের বিতর্কে অংশগ্রহণ নিশ্চিত করবেন। তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে হবে।" 

তিনি শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আরও বলেন, "বিতর্কের বিষয়বস্তু অনুযায়ী সদস্যদের বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এবং বিচারকদের সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। প্রতি সেমিস্টারে এই কার্যক্রম আরও উন্নত করার উদ্যোগ নিতে হবে।"

উদ্বোধনী দিনে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে জয়ী হয়েছে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, ফলিত গণিত, সিএসই, মাইক্রোবায়োলজি, ইইই, বিবিএ, মেডিকেল ফিজিক্স বিভাগ এবং ভেটেরিনারী এন্ড এনিমেল সাইন্সেস অনুষদ।

অনুষ্ঠানে সমন্বয় কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ ফুয়াদ হোসেন। এ সময় বিভিন্ন বিভাগীয় সভাপতি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় মোট ১৫টি বিতর্ক দল বিভিন্ন বিভাগের প্রতিনিধিত্ব করেছে। আগামী ২৪ অক্টোবর এ বিতর্ক প্রতিযোগিতার পর্দা নামবে।

এমএসএম / এমএসএম

ইউনিসেফের ‘জেনইউ’ প্রোগ্রামে যুক্ত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

খাতা দেখা শেষ, ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর