উলিপুরে দানার দাপটে শুয়ে পড়েছে ধানগাছ

কুড়িগ্রামের উলিপুরে দানার দাপটে আমন ধানের ফলন্ত গাছ জমিতে শুয়ে পড়েছে। এতে রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের বেশিরভাগ ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন আমন ধান ও সবজিচাষিরা।
গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে একটানা বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল হিমেল হাওয়া। বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ক্ষতি হয়েছে শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্যের। বাতাসে নষ্ট হয়েছে মাঠের পাকা রোপা আমন ধানের। ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। ফলে বেশ ক্ষতি হয়েছে বলে জানান কৃষকরা। আগামী দুদিন রোদ না হলে এসব ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৪ হাজার ৫৬০ হেক্টর, যার মধ্যে অর্জিত হয়েছে ২৪ হাজার ৪৫০ হেক্টর। এ বছর আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৩ হাজার ১৫২ মেট্রিক টন। কৃষি অফিস জানায়, ঘূর্ণিঝড় দানার প্রভাবে প্রায় ২০ হেক্টর জমির আমন ধান মাটিতে শুয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস থেকে এসব কৃষককে ধান বেঁধে দেয়াসহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। দানার প্রভাবে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাহত হবে না। আবহাওয়া অনুকূলে থাকলে অনেক ধানের গাছ উঠে দাঁড়াবে।
শনিবার (২৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকার মাঠে গিয়ে দেখা যায়, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে অনেক স্থানে পাকা ও আধাপাকা ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে পাকা আমন ধান নিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ধানগুলো ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আমনচাষিরা। এখনো থেমে থেমে হালকা বাতাস ও গুাঁড় গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে কৃষকরা পাকা ধান কেটে ঘরে ওঠাতে পারছেন না। আধাপাকা ধান নিয়ে পড়েছেন বিপাকে। রোদ না হলে আমনের ব্পোক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামের আদর্শ কৃষক আশরাফ আলী খন্দকার জানান, চলতি মৌসুমে জমিতে কয়েক জাতের রোপা আমন ধান রোপণ করেছেন। প্রথম দিকে পাকা ধানগাছের ক্ষতি করলেও পরে আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছিল। প্রবল বাতাসে পাকা ও কাঁচা ধান জমিতে শুয়ে পড়ছে। কিছুদিন পর ধান কাটা শুরু হবে। মাটিতে শুয়ে থাকা ধান কাটা নিয়ে পড়তে হবে বিপাকে। শুয়ে থাকা ধান কাটা যেমন কষ্টের, তেমনি ধান কাটা শ্রমিকদের দিতে হবে দিগুণ মজুরি। প্রচুর ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় ফসল নিয়ে এখন দুশ্চিন্তায় আছেন এই কৃষক।
কিশোরপুর এলাকার কৃষক আব্দুল লতিফ, খতিব মিয়া, মহশিন মিয়া ও সাহেব আলীসহ অনেকে জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ঝড়ো হাওয়ায় ধানগাছগুলো জমিতে শুয়ে পড়েছে। বিগত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো ফলন হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে তারা চিন্তিত। এবারকার দানার প্রভাবে ধানের যে অবস্থা হয়েছে তাতে লোকসানে পড়তে হবে।
দলদলিয়া ইউনিয়নের দক্ষিণ দলদলিয়া টাপুরকুটি গ্রামের সবজিচাষি মমিন হোসেন বলেন, দানার প্রভাবে সরিষা শাকের ক্ষেত ও ধনেপাতার ক্ষেত নষ্ট হয়ে গেছে। এতে তিনি ২০ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন। এবার দানার প্রভাবে ওই এলাকার সবজিচাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোশারফ হোসেন জানান, ঘূর্ণিঝড় দানার প্রভাবে আমন ধানের তেমন ক্ষতির সম্ভাবনা নেই। এখন মোটামুটি কিছু কিছু জমির ধানই পাকা রয়েছে। যেসব ধান জমিতে পড়ে গেছে, সে বিষয়ে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া আবহাওয়া অনুকূল হলে জমির ধান কাটলে কোনো ক্ষতি হবে না।
তিনি আরো জানান, আর বৃষ্টি না হলে ধানের বেশি ক্ষতি হবে না। ঘূর্ণিঝড় দানার কারণে যেসব ক্ষেতের ধান মাটিতে শুয়ে পড়েছে, সেসব ক্ষেতের ধান দ্রুত কাটার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় দানার প্রভাবে বৃষ্টি হয়েছে। এতে আমনের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। দানার প্রভাব শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকবে। তবে রবিবার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি।
এমএসএম / জামান

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
