ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীতে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বাদী পরিবারের সংবাদ সম্মেলন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৬-১০-২০২৪ বিকাল ৫:১৩

পটুয়াখালীতে আওয়ামী সন্ত্রাসী  কর্তৃক আউলিয়াপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মহিউদ্দিন রানা চৌকিদার ও তার বৃদ্ধ পিতা আ. ছালাম চৌকিদারের ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে আহতদের পরিবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন গুরুতর আহত মহিউদ্দিন রানা চৌকিদারের বড় ভাই কাওসার আহমেদ সোহেল চৌকিদার। 

তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২২ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টার দিকে আমার বৃদ্ধ পিতা আব্দুস সালাম চৌকিদার ও আমার ছোট ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. মহিউদ্দিন রানা চৌকিদার আউলিয়াপুর ইউনিয়নের অফিসের হাটে যাওয়ার পথে রাস্তার ওপর পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা ৫নং ওয়ার্ডের মেম্বার এবং অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক চৌকিদার (৫৪) ও তার ছোট দুই ভাই জহিরুল চৌকিদার (৩৫), বড় ভাই মো. নুহ চৌকিদার (৫৮) এবং আর্শ্বেদ আলী চৌকিদারের দুই ছেলে মোজাম্মেল হক মজু (৪৫) ও মো. খবির চৌকিদার (৩৮)-সহ অজ্ঞাত ৭-৮ জন সন্ত্রাসী রামদা, দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমার বৃদ্ধ পিতা ও ছোট ভাইকে পিটিয়ে-কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত আমার পিতা আ. সালাম চৌকিদার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছোট ভাই মহিউদ্দিন রানা চৌকিদার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে। ডাক্তার বলেছেন তার অবস্থা ভালো না। 

সংবাদ সম্মেলনে কাওসার আহমেদ সোহেল আরো বলেন, ফারুক চৌকিদার গং স্থানীয়ভাবে খুব প্রভাবশালী হওয়ায় তারা গায়ের জোর খাটিয়ে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধভাবে জোরপূর্বক জমিজমা দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। এলাকার লোকজন তাদের ভয়ে প্রতিবাদ তো দূরের কথা, কোনো কথা বলতে সাহস পায় না। তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে।

কাওসার আহমেদ বলেন, ২০১৫ সালে ফারুক চৌকিদারের ছোট ভাই জহিরুল আমাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ভয়ে মামলা-মোকদ্দমা করতে পারিনি, ঠিকমতো চিকিৎসাও করাতে দেয়নি। সন্ত্রাসী মোজাম্মেল হক মুজু মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলহাজতে ছিল। 

তিনি বলেন, ২২ অক্টোবর আমার বাবা ও ছোট ভাইকে রক্তাক্ত জখম করার ঘটনায় ওই দিন সন্ধ্যায় আমি বাদী হয়ে  উক্ত পাঁচ সন্ত্রাসীকে আসামি করে সদর থানায় একটি মামলা রুজু করি, মামলা নং ৩১। এ মামলার প্রধান আসামি জহিরুল চৌকিদারকে পুলিশ গ্রেফতার করে জেলখানায় প্রেরণ করে। এতে ক্ষুব্ধ হয়ে অন্য আসামিরা মামলা তুলে নিতে আমাকে ও আমার পরিবারের সদস্যসহ সাক্ষীদের বিভিন্নভাবে খুন, জখম করার হুমকি দিচ্ছে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল জানান, ১নং আসামি জহিরুল চৌকিদারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাওসার আহমেদ সোহেলের মা জাহানারা বেগম, চাচা মো. ইউনুচ চৌকিদার, ফুফাতো ভাই হুমায়ুন, খালু মোনাসেফ মৃধা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত মহিউদ্দিন রানা চৌকিদারের স্ত্রী বৈশাখী বেগম ও ১০ মাসের শিশু সন্তান আয়মান সাদিকসহ অন্যান্য স্বজনরা।

এমএসএম / জামান

আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার

কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ

বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ

জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা

‎ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী

‎মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো

মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কবর জিয়ারতে মাধ্যমে হাটহাজারীতে মীর হেলালের নির্বাচনী প্রচারনা শুরু