নতুন অফিস উদ্বোধন করলেন আলফাডাঙ্গা ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স
ফরিদপুরের আলফাডাঙ্গায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পি.এল.সি নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।সোমবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা সদর বাজারের বাঁকাইল-নওয়াপাড়া সড়কের এ্যাড. কোবাদ হোসেনের বিল্ডিংয়ের তৃতীয় তলায় অফিস উদ্বোধন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আলফাডাঙ্গা জোন প্রধান মো. মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনন্স্যুরেন্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কাজী আব্দুল মতিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো.আতিকুর রহমান, ফরিদপুর এরিয়া ইনচার্জ মো.আনোয়ার হোসেন ও আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল হক সিকদার।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা রুপালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো.শাহিনুজ্জামান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলফাডাঙ্গা শাখার রিজিওনাল ইনচার্জ মো.ওয়াহিদুজ্জামান।
এমএসএম / এমএসএম