ঝিনাইদহ-২ আসনে কেন্দ্রীয় বিএনপির চিঠি নিয়ে তোলপাড়, নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যলয় থেকে পাঠানো একটি চিঠি নিয়ে ঝিনাইদহ-২ আসনে (সদর ও হরিণাকুণ্ডু) ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। এই চিঠিতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করার নির্দেশ দেয়া হয়েছিল। চিঠি পাওয়ার পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে মো. রাশেদ খানকে দলীয় কার্যক্রমে সহায়তার নির্দেশ দেয়া হয়। ফলে তৃণমূলের মধ্যে আলোচনার জন্ম দেয়। আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেতে পারেন মো. রাশেদ খান। ফলে স্থানীয় নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। কারণ, তারা জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদকে এ আসনে প্রার্থী হিসেবে দেখতে চান।
বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে দলকে সুসংগঠিত করে রেখেছেন অ্যাড. এমএ মজিদ। তৃণমূলের নেতাকর্মীদের সাথেই তার নিবিড় সম্পর্ক এবং দলীয় কর্মকাণ্ডে রয়েছে তার সরব উপস্থিতি।
ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু বলেন, এটি নমিনেশন পেপার নয়, বরং রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য নির্দেশনা। এই নির্দেশনায় বিএনপি থেকে রাশেদ খানকে নমিনেশন কিম্বা এই আসন তার জন্য ছেড়ে দেয়া হবে বা হয়েছে এমনটি বলা হয়নি। তবে ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাড.এমএমজিদকেই আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই সাধারণ ভোটাররা।
ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিক রনক বলেন, ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডুর মানুষের শেষ আশ্রয়স্থল জেলা বিএনপির সভাপতি অ্যাড.এমএমজিদ। আগামি দিনে দলকে আরও সু-সংগঠিত করে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় তরান্বিত করতে অ্যাড. এম. এ. মজিদের কোন বিকল্প নাই।
ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আসিফ ইকবাল মাখন বলেন, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সহযোগী দল হিসাবে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে তার রাজনৈতিক কর্মসূচী পালনে সহযোগীতার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে যে চিঠি দেয়া হয়েছে সেটা নিয়ে ঝিনাইদহের বিএনপির সকল স্তরের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। এই নির্দেশনায় বিএনপি থেকে রাশেদ খানকে নমিনেশন কিম্বা এই আসন তার জন্য ছেড়ে দেয়া হবে বা হয়েছে এমনটি বলা হয়নি। ঝিনাইদহের নেতাকর্মীরা বিশ্বাস করে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তৃণমুল থেকে উঠে আসা জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ জেলা-উপজেলা পর্যায়ে বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনগুলিকে সংগঠিত করে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরোধী আন্দোলনে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। আগামী দিনে দলকে আরও সু-সংগঠিত করে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় তরান্বিত করতে অ্যাড. এম. মজিদের কোন বিকল্প নাই।
ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী বলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে তার রাজনৈতিক কর্মসূচী পালনে সহযোগীতার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এটি নির্বাচন বিষয়ক কোন চিঠি নয়। এখানে বিভ্রান্তি তৈরী হওয়ার কোন সুযোগ নেই। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড.এমএমজিদ একমাত্র প্রার্থী। ঝিনাইদহের নেতাকর্মীরা বিশ্বাস করে তৃণমুল থেকে উঠে আসা জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এমএ মজিদ। বিগত একাদশ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের আস্থা রয়েছে। তিনি জেলা বিএনপির সভাপতি অ্যাড.এমএমজিদকেই ধানের শীষ প্রতীকের প্রার্থী করবেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, অ্যাড. এমএ মজিদের বাহিরে অন্য কাউকে মনোনয়ন দিলে তৃণমূল তাকে সাপোর্ট করবে না। তিনি নেতাকর্মীদের সাথে থেকে দলকে শক্তিশালী করেছেন। আর এ এখন অন্য কাউকে প্রার্থী হিসেবে চাপিয়ে দিলে সেটি মেনে নেয়া হবে না।
বিএনপির কেন্দ্র থেকে জানানো হয়েছে, নির্বাচনের জন্য নয়, বরং সাংগঠনিক সহায়তার জন্যই এই চিঠি প্রেরণ করা হয়েছে। তবে নেতাকর্মীদের অভিযোগ চিঠির ভুল ব্যাখ্যা করে রাশেদ খাঁনের অনুসারীরা মনোনয়ন প্রাপ্তির প্রচারণা চালাছে। যা বিভ্রান্তি সৃষ্টি করছে।
T.A.S / জামান
কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার
নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান
রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার
প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা