ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ীতে বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৪:৪২

শেরপুরের নালিতাবাড়ীতে প্রশাসন ও দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ‍্যা, মনগড়া ও কোন্দল তৈরির জন‍্য ভুল তথ‍্য উপস্থাপন করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিএনপির ব্যানারে পালটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার মাঠে উপজেলা ও শহর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শহর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. আনোয়ার হোসেন ভিপি।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন। তিনি বলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ‍্যক্ষ নূরুল আমিন গত ২৮ অক্টোবর ইউএনও এবং এসিল‍্যান্ডের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বিএনপি নেতাদের ইঙ্গিত করে মিথ‍্যা, ষড়যন্ত্রমুলক ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন, যার কোনো সত্যতা নেই। তার বক্তব্য দলের গঠনতন্ত্র পরিপন্থী ও দলীয় শৃঙ্খলাভঙ্গের শামিল। এজন্য দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব‍্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

তিনি আরো বলেন, আমরা বিএনপির বৃহৎ অংশ ঐক‍্যবদ্ধ আছি। নুরুল আমিন সাহেব দলের নির্ধারিত কোনো মুখপাত্র নন। তিনি গ্রুপিং করে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সাথে দূরত্ব তৈরি ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। আমরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবে। ইতোমধ্যে আমরা বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করেছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নূরুল আমিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামিদের নিয়ে উপজেলা সমন্বয় সভা করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিলে ইউএনও তা ঠেকাতে ভিন্ন কারণ দেখিয়ে ১৪৪ ধারা জারি করেন। তাই তাদের অপসারণ চেয়েছি। আমি দলীয় নির্দেশনা মোতাবেক নেতাকর্মীদের নিয়ে সকল কর্মসূচি পালন করি। আমি কাউকে নির্দিষ্ট করে চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত করিনি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ওসমান গনি, দুলাল হোসেন, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম, শহর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম রিপন তালুকদার, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, শেখ মো. কাঞ্চন, মানিক মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মেম্বার, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।

T.A.S / জামান

শালিখায় তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বীজ কিনে প্রতারণার শিকার কৃষক শফিকুলের ১০ বিঘার ধানে চিটা

শিবচরে হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত গ্রেফতার

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

শাজাহানপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ব্রহ্মপুত্র তীরের কাশফুলের খর: অর্থনৈতিক উৎসে পরিণত

ধামইরহাটে জর্ডানে নারী কর্মী পাঠাতে প্রশাসনের উদ্যোগে কর্মশালা ও জব ফেয়ার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশে ৭৮ লাখ চক্ষু পরীক্ষা ও ৪৫ লাখ লোকের চিকিৎসা করেছে অরবিস