শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গাজীপুরে শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মাইন উদ্দিন (২২) নামে এক জন নিহত হয়েছে। নিহত মাইন উদ্দিন (২২) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার বাগুলী গ্রামের আক্কাছ আলীর ছেলে। শুক্রবার রাত ২ ঘটিকায় সময় উপজেলার মাওনা ইউনিয়নের বন্দীভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মাইন উদ্দিনের বাবা আক্কাছ আলী জানান, গতকাল রাত অনুমান ২ ঘটিকার সময় আমার ছেলে পিকআপ গাড়ী নিয়া উপজেলার মাওনা ইউনিয়নের বন্দীভাঙ্গা পৌছি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গজারী গাছের সাথে ধাক্কা লাগিয়া আমার ছেলের মাথায়, বুক সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে সাথে সাথে ঘটনাস্থালে মৃত্যু বরন করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফন কাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম