ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

অভাব


লিপি আক্তার photo লিপি আক্তার
প্রকাশিত: ৩০-৮-২০২১ বিকাল ৬:৩০

অভাব
লিপি আক্তার


চারিদিকে কেবলই অভাব
নষ্ট হচ্ছে স্বভাব।
অভাব ভাতের, অভাব দৈন্যতার
অভাব কাপড়ের, অভাব মর্যাদার।


অনুজীবি করোনার ক্ষমতা
নষ্ট করছে সমতা।
দেখছি না কেউ কারো মুখ
হারিয়ে হচ্ছে সুখ।


সহেনা আর ক্ষুধার জ্বালা 
পুড়ছে পেট সারাবেলা।
মেলছে না চোখ কেউ
সর্বত্র বেদনার ঢেউ।

এমএসএম / এমএসএম