ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ক্ষুধার জ্বালা


আইউব আলী  photo আইউব আলী
প্রকাশিত: ৩০-৮-২০২১ বিকাল ৬:৩৩

ক্ষুধার জ্বালা
আইউব আলী 

ক্ষুধার জ্বালায় আমারা সবাই 
কামলা খাটি ভাই,
নিত্য দিনই সকাল বিকাল 
দুমুঠো ভাত চাই। 
কেউবা আমরা মালিক বনি
কেউবা চালাই ঠেলা,
রিক্সা- ভ্যান মোটর চালক
শ্রমিক কৃষাণ মেলা।

সাহেব সাজি চাকরি করি
প্যান্ট শার্ট পরে,
সবাই আমারা শ্রম বিকাই
পেটের ক্ষুধার তরে। 
এই দুনিয়ায় গরিব মানুষ
ক্ষুধার জ্বালায় ভোগে,
অন্নহীনে পুষ্টির অভাব 
ভোগে নানান রোগে।

কেউবা আমরা ক্ষিদে মিটাই
শাক- সুটকি খেয়ে,
কেউবা আবার মেতে উঠি
কোর্মা- পোলাও লয়ে। 
ক্ষুধার জ্বালা সবার প্রাণে
সমান আঘাত হানে,
ধনী- গরিব মেতে উঠুক 
মানুষের জয়গানে।

ক্ষুধার টানে কর্মী মানুষ 
সাজালো এই ধরা,
নয়ন জুড়ানো রূপে মোহিনী 
নানান রঙে ভরা। 

এমএসএম / এমএসএম