আদালতে মামলা
চৌদ্দগ্রামে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে জোরপূর্বক প্রবাসীর জায়গা দখল করে রাস্তা নির্মাণ
কুমিল্লার চৌদ্দগ্রামে জোরপূর্বক প্রবাসী মো: আব্দুল আজীজ এর জমি দখল করে বাড়ীর রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে মিজানুর রহমান (৪৩) নামে সেনাবাহিনীর এক গাড়ী চালক সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের পূর্বপাড়ায়। এ ঘটনায় ভুক্তভোগির স্ত্রী রেহানা আক্তার রীমা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে কুমিল্লার আদালতে ১৪৫ ধারায় একটি মামলা (নং-৩৩১/২৪) দায়ের করেছেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেয়।
আদালতে দায়েরকৃত মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া পূর্ব পাড়ার মৃত আনা মিয়ার ছেলে সেনাবাহিনীর গাড়ী চালক মো: মিজানুর রহমান, মিজানের চাচাতো ভাই মৃত বুদু মিয়ার ছেলে বদিউল আলম খোকন ও তার ছেলে মো: হোসেন কতিপয় বহিরাগত লোকজন সহ একই এলাকার বেলজিয়াম প্রবাসী আব্দুল আজীজ এর অনুপস্থিতিতে পৈতৃক সূত্রে পাওয়া তার ফসলি জমি ও জলাশয়ের পাশে নির্মিত সীমানা প্রাচীর ভেঙ্গে জোরপূর্বক জায়গা দখল করে মাটি ভরাট করে নিজবাড়ীর যাতায়াতের রাস্তা নির্মাণ করেন। ভুক্তভোগির পক্ষে তার পরিরাবের লোকজন এতে বাধা দিলে সংঘবদ্ধ মিজান গং তাদের উপর আক্রমণের প্রচেষ্টা চালায়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সামাজিকভাবে মীমাংশার আশ্বাস পেয়ে উভয় পক্ষ শান্ত হয়। এ ঘটনায় ভুক্তভোগির স্ত্রী রেহেনা আক্তার রীমা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর আদালত ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিদের কথা উপেক্ষা করে গত সপ্তাহে একই কায়দায় আবারও মিজান ও খোকন গং আব্দুল আজীজের ওই জায়গায় বস্তা ভর্তি মাটি ও ইটের সুরকি ফেলে পূনরায় ভরাট করে রাস্তা নির্মাণ করে। আদালতের নির্দেশে ও ভুক্তভোগিরদের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে যে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় ভুক্তভোগির পরিবার সহ এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিন পরিদর্শনকালে ভুক্তভোগির বড় বোন রাহেলা বেগম ও ফুফাতে ভাই মো: আব্দুল মালেক সহ উপস্থিত স্থানীয়রা এ বিষয়ে সাংবাদিকদের জানান, সেনাবাহিনীর চাকুরির প্রভাব খাটিয়ে মিজান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছেন। প্রবাসী আব্দুল আজীজ ও তার চাচাতো ভাইয়ের জায়গা জোরপূর্বক দখল করে মিজান ও খোকন গং অবৈধভাবে নিজ বাড়ীর চলাচলের রাস্তা নির্মাণ করে। অথচ তাদের বাড়ীতে যাতায়াতের জন্য পুরনো একটি রাস্তা রয়েছে। যাহা ওই বাড়ীর সকলে দীর্ঘদিন ব্যবহার করে আসছে। জমি দখল ও রাস্তা নির্মাণের বিষয়ে কেউ কিছু বললে মিজান সেনাবাহিনীর ভয় দেখায় এলাকাবাসীকে। তার এসব অনৈতিক কর্মকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম নষ্ট হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান ও বদিউল আলম খোকন এর বক্তব্য নিতে মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে উভয়ে কলটি কেটে দেন।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, আদালতের একটি মামলার প্রেক্ষিতে থানা পুলিশ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়ায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান