ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

চালককে গ্রেফতারের দাবিতে জুড়ীতে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০-৮-২০২১ রাত ৯:১৩

মৌলভীবাজারের জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন আহমদ সিএনজি অটোরিকসার আঘাতে মারাত্মক আহত হওয়ায় দায়ী সিএনজিচালককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় বিজিবি ক্যাম্প চত্বরে জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সমিতির সভাপতি মো. ইসহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা গত শনিবার জুড়ী-কুলাউড়া সড়কের রামপাশা এলাকায় কবির উদ্দিন আহমদকে সিএনজি দুর্ঘটনায় মারাত্মক শুরুতর আহত অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে অমানবিক আচরণের প্রতিবাদ ও দোষী চালকদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য দেন- জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুক মিয়া, উপজেলা দুপ্রক সভাপতি মো. তাজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির দারা, মাহবুবুল ইসলাম কাজল, ইমরুল ইসলাম, আব্দুল মনাফ, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাস, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নেতা মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, বাবেশিকফো কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জুড়ী উচ্চ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিপেন্দ্র চক্রবর্তী, খায়রুল ইসলাম, আব্দুল জলিল, সমির বিশ্বাস, সুভাষ রুদ্র পাল, চন্দন রুদ্র পাল, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সমাজ সেবক হাজী লিয়াকত আলী, প্রবাসী হাবীবুর রহমান হাবীব, নূরুজ্জামান জামাল, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক জুয়েল রানা, নিসচা জুড়ী উপজেলা আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ প্রমুখ। 

উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক কল্যাণ প্রসূণ চম্পু, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমদ রাসেল, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমেদ, সাংবাদিক আল আমিন আহমদ, সাংবাদিক হাবীবুর রহমান খান, সমাজসেবক আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, ছাত্রলীগ নেতা তাপস দাস, শিক্ষক আব্দুর রব, সুমন মিয়া, দেলোওয়ার হোসেন, আমিরুল ইসলাম, জসিম উদ্দিন, নুরুল আলম, দেবদুলাল দাশ প্রমুখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবুল কাশেম।

এমএসএম / জামান

মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদাল ব্যবসায়ীকে ১৫দিনের জেল

নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে সেনাবাহিনীর নিরাপত্তা তৎপরতা জোরদার

শীতে কাঁপছে মাধবপুর

কাপ্তাইয়ে পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে সফলতা

জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা