চালককে গ্রেফতারের দাবিতে জুড়ীতে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

মৌলভীবাজারের জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন আহমদ সিএনজি অটোরিকসার আঘাতে মারাত্মক আহত হওয়ায় দায়ী সিএনজিচালককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় বিজিবি ক্যাম্প চত্বরে জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সমিতির সভাপতি মো. ইসহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা গত শনিবার জুড়ী-কুলাউড়া সড়কের রামপাশা এলাকায় কবির উদ্দিন আহমদকে সিএনজি দুর্ঘটনায় মারাত্মক শুরুতর আহত অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে অমানবিক আচরণের প্রতিবাদ ও দোষী চালকদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন- জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুক মিয়া, উপজেলা দুপ্রক সভাপতি মো. তাজুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির দারা, মাহবুবুল ইসলাম কাজল, ইমরুল ইসলাম, আব্দুল মনাফ, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাস, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নেতা মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, বাবেশিকফো কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জুড়ী উচ্চ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিপেন্দ্র চক্রবর্তী, খায়রুল ইসলাম, আব্দুল জলিল, সমির বিশ্বাস, সুভাষ রুদ্র পাল, চন্দন রুদ্র পাল, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সমাজ সেবক হাজী লিয়াকত আলী, প্রবাসী হাবীবুর রহমান হাবীব, নূরুজ্জামান জামাল, উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক জুয়েল রানা, নিসচা জুড়ী উপজেলা আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।
উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক কল্যাণ প্রসূণ চম্পু, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমদ রাসেল, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমেদ, সাংবাদিক আল আমিন আহমদ, সাংবাদিক হাবীবুর রহমান খান, সমাজসেবক আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, ছাত্রলীগ নেতা তাপস দাস, শিক্ষক আব্দুর রব, সুমন মিয়া, দেলোওয়ার হোসেন, আমিরুল ইসলাম, জসিম উদ্দিন, নুরুল আলম, দেবদুলাল দাশ প্রমুখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবুল কাশেম।
এমএসএম / জামান

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকার ডিগ্রি কলেজ
