ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান প্রনয়ণসহ ক্যাম্পাস সংস্কারের ৪১ দফা দাবি জাবি ছাত্রশিবিরের


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ১:৩৭

অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান প্রনয়ণসহ ক্যাম্পাস সংস্কারের ৪১ দফা দাবি উত্থাপন করে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (৩ নভেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে ৪১ দফা দাবী উত্থাপন করে তারা। এসময় আন্দোলনে আহত বিপ্লবীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন, হামলাকারীদের দ্রুত বিচার, বিগত দিনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ মোট ৪১ দফা দাবি উত্থাপন করে তারা।

ক্যাম্পাস সংস্কারে ছাত্র শিবিরের অন্যান্য প্রস্তাবনাগুলো হল: আন্দোলনে আহত বিপ্লবীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন, নির্যাতন ও আক্রমণের তদন্ত এবং বিচারের ব্যবস্থা, ১৬ জুলাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'সন্ত্রাস প্রতিরোধ দিবস' হিসেবে ঘোষণা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ, অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন, জাকসু চালু, হল সংসদ ও বিভাগওয়ারী শিক্ষার্থী সংসদ নির্বাচন, ভিসি ফারজানা ইসলামের আমলে সংগঠিত উন্নয়ন প্রকল্পে দুর্নীতিসহ স্বৈরাচার আমলের সকল ভিসির দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, হল দখল, ছাত্র নিপীড়ন ও সন্ত্রাসী কার্যক্রমের বিচার, খুন ও হত্যার বিচারের নিশ্চয়তা, আবাসিক হলের নিয়মতান্ত্রিক আসন বণ্টন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার মাদক ব্যবসা এবং মাদক সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ।

এছাড়াও আবাসিক হলসমূহে সেবা বৃদ্ধি ও উন্নত ডাইনিং ব্যবস্থা, ক্যাফেটেরিয়া, ক্যান্টিন ও বটতলার খাদ্যমান উন্নয়ন, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রবেশগম্য ক্যাম্পাস, গুরুত্বপূর্ণ কমন স্পেসগুলোতে উচ্চগতি সম্পন্ন ফ্রী ইন্টারনেট সুবিধা, প্রতিটি বিভাগের জন্য পর্যাপ্ত অবকাঠামো বরাদ্দ, শিক্ষা বৃত্তি, আর্থিক সহায়তা এবং শিক্ষা ঋণ প্রদান, ধর্মীয় উপাসনালয়ের ব্যবস্থা, আদিবাসী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, পরীক্ষার সময়সূচি সংস্কার, শিক্ষার্থীদের গবেষণা সহকারী (RA) ও পাঠদান সহকারী (TA) হিসেবে বৈতনিকভাবে কাজ করার সুযোগ তৈরির দাবি তোলেন তারা।

তাছাড়া গবেষণার জন্য বাজেট বরাদ্দ", পূর্ণাঙ্গ মেডিকেল সুবিধা", মননশীল সাংস্কৃতিক পরিবেশ বিনির্মাণ", অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ, অযাচিত ফি বাতিল ও ফি কমানো", উচ্চমানের শিক্ষক বেতন কাঠামো", বাণিজ্যিক শিক্ষা কার্যক্রম বন্ধ", নিয়োগ পদ্ধতি সংস্কার", প্রশাসনিক আধুনিকীকরণ", বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ", ভর্তি পরীক্ষা পদ্ধতির সংস্কার, লাইব্রেরি সেবার মান আধুনিকায়ন", বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠসমূহ এবং জিমনেশিয়ামের প্রয়োজনীয় সংস্কার", ক্যাম্পাস নিরাপত্তা জোরদার", বিশ্ববিদ্যালয় প্রেস স্থাপন", বর্জ্য ব্যবস্থাপনা", ", র‍্যাগিং, বুলিং ও রেসিজম প্রতিরোধ",  এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮'-এর নিবর্তনমূলক ধারাসমূহ বাতিলের দাবি তোলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।

T.A.S / T.A.S

সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ক্যাম্পাসের দাবিতে আজও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গোবিপ্রবিতে পিঠা উৎসব অনুষ্ঠিত

সাংবাদিক মারধর: বহিষ্কারসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে শাস্তি

জন্মদিনে  জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় গোবিপ্রবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

'সংক্ষুব্ধ ছাত্র জনতার’ ওপর হামলার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাষ্ট্রপতি চুপ্পু থাকাকালীন সমাবর্তনে আগ্রহ নেই শেকৃবি উপাচার্যের

খুবি বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন

ইবিতে 'জুলাই বিপ্লবের আকাঙ্খা ও গণমাধ্যম' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে তীর্থক নাটকের সভাপতি সৌরভ, সম্পাদক সোহান

জবি শিক্ষার্থীদের আবাসন ভাতা বিষয়ে সাত সদস্যের কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'চিহ্ন'র রজতজয়ন্তী উৎসব শুরু

পাবিপ্রবি'র জোনাকি পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিরতণ