ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সাত যুবকের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে ফরিদপুর ট্রাভেলার্স


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ২:৪৫

২০১৯ সালের বিজয়ের মাসে তিনজন উদ্যমী যুবক ফরিদপুর ট্রাভেলার্স নামের একটি পেজ ও গ্রুপ করে যাত্রা শুরু করেন। ধীরে ধীরে গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কিছু দিন পরই ৪০ জনের একটি দল নিয়ে কক্সবাজার অভিমুখে আমাদের যাত্রা শুরু হয়। এরপর থেকে এলাকার ভ্রমণপিপাসুদের নিয়ে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে তাদের যাত্রা শুরু হয়।

এখন প্রায় প্রতি মাসে এ ট্রাভেলার্স থেকে ভ্রমণপিপাসুরা বিভিন্ন স্থানে যাচ্ছেন। সততা আর নিষ্টার জন্য কাজ করার। মানুষের মধ্যে এ প্রতিষ্ঠানের আস্থা অর্জনের জন্য এ পাঁচ বছরে অনন্ত অর্ধশত দল দিয়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করা হয়েছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে সাতজন পরিচালন রয়েছে। পরিচালকদের মধ্যে দুইজন সিনিয়ন ও পাঁচ জন জুনিয়র পরিচালক রয়েছে। সাতজনের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষার্থী রয়েছে।

নিজেদের পড়ালেখার পাশাপাশি এসব যুবকেরা বাড়তি আয় করছে। পরিবার থেকে বহন করতে হচ্ছে না তাদের পড়ালেখার খরচ। বরং এখন এসব যুবকেরা পরিবারকে অর্থনৈতিক ভাবে সহযোগীতা করছে নিয়মিত। বর্তমান ফরিদপুর ট্রাভেলার্সে ফেসবুকে ফলোয়ার সংখ্যা ২৬ হাজার। এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চোঁখে-মুখে অনেক স্বপ্ন তারা আশা করেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শত শত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 

এ নিয়ে কথা হয় পরিচালনা পরিষদের সদস্য আরিফুজ্জামান তিনি বলেন, এক বড় ভাইয়ের কথায় শকের বসে আমরা যখন প্রথম ট্যুরে যাই, সেখানে নানান ঝামেলা দেখতে পাই। বাসের সিট নিয়ে ঝামেলা, হোটেলে থাকার পরিবেশ ও খাওয়া-দাওয়াসহ নানান সমস্যা। এরপর থেকে সিধান্ত নিলাম নিজেরা সবকিছুর আয়োজন করে ট্যুরে যাবো। ফরিদপুর ট্রাভেলার্স নাম দিয়ে ফেসবুকে একটি পেজ দাড় করাই। প্রচার চালাই, সেখানে থেকে মূলত আমাদের যাত্রা শুরু হয়। আমরা খুব অল্প টাকার বিনিময়ে ট্যুরের ব্যবস্থা করি যাহাতে সর্বশ্রেণির মানুষ ঘুরতে যেতে পারে। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে আমার লোকজন নিয়ে ট্যুর করেছি। এখন আমাদের প্রতিমাসে ট্যুরে যেতে হচ্ছে এলাকার লোকজনের কাছে ভালো সাড়া পাচ্ছি। আমাদের  সেবাই  গ্রাহকরা সন্তুষ্ট থাকলেই ভালো লাগে। বর্তমানে এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ লাভের চিন্তা না করে সেবা দিকে নজর দিচ্ছে। আমরা একটি আস্তা অর্জন করতে চাই। ভ্রমণপিপাসুদের আস্তা ও ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

২০১৯ সালে ফরিদপুর ট্রাভেলার্স যাত্রা শুরু হওয়ার পর সাজেক ভ্যালী, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, সেন্টমার্টিন,বান্দরবান ও কুয়াকাটাসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণপিপাসুদের ট্যুর করিয়েছি। বর্তমান ফরিদপুর ট্রাভেলাসে পরিচালনায় ৭ জন সদস্য রয়েছে। এর মধ্যে এডমিনের দায়িত্ব রয়েছে আরিফুজ্জামান ও শ্রাবণ শেখ, সিনিয়র মডারেটর জাহিদ হাসান এবং মডারেটর মাহদী হাসান, মোহম্মদ মানিক, মেহেদী হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ ফেরদৌস।

T.A.S / T.A.S

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান

হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব

টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:

ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ

৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার

হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা

ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল