জমি বিরোধের মীমাংসা চেয়ে থানায় অভিযোগ করায় বৃদ্ধাকে মারধর
লক্ষ্মীপুরের রায়পুরে জমি বিরোধের মীমাংসা চেয়ে থানায় অভিযোগ করায় লালখাঁগো বাড়ির সফিক নামের এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে একই বাড়ির শহিদসহ কয়েকজনের বিরুদ্ধে। বাকি অভিযুক্তরা হলেন, মোঃ সিরাজ (৫৮), মোঃ জহির (৩৫), মোঃ ফরিদ (৩৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাত ৮ আটার দিকে ৪নং সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোহাগের চায়ের দোকানের সামনে এঘটনাটি ঘটে।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহত সফিক (৬০) বলেন, আমি বাড়িতে যাওয়ার পথে সহিদ আমার পথ রোধ করে থানায় কেন অভিযোগ দিয়েছি বলে আমাকে বেধম মারধর করে এবং আমার গলা চেপে ধরে প্রাণনাশের চেষ্টা করে। প্রতিপক্ষ আমার চাচাতো ভাই হয়। তাদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি টিনের ভেড়া দিয়ে বন্ধ করে দেয় তারা। স্থানীয়ভাবে এর কোন সমাধান না পেয়ে থানায় অভিযোগ দিয়েছি। থানায় কেন অভিযোগ দিয়েছি পুলিশ কী করবে বলে পুলিশের পেশাকে নিয়ে নানাধরণের কুরুচিপূর্ণ গালিগালাজ করে আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আমি চিৎকার করলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি এর উপযুক্ত বিচার দাবী করছি।
এবিষয়ে একই বাড়ির রুহুল আমীন এবং বাবুল বলেন, বাড়ির চলাচলের রাস্তাটি প্রায় দেড়শত বছরের পুরনো। অংশীদারত্বের জমি নিয়ে বিরোধ থাকায় প্রতিপক্ষ চলাচলের রাস্তাটি টিনের ভেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় সফিক ন্যায় বিচার পেতে থানায় অভিযোগ দেয়। এর জন্যই রাতের আঁধারে সফিককে একা পেয়ে মারধর করে হত্যার চেষ্টা চালায়।
মোঃ ইয়াসিন নামের এক প্রতক্ষদর্শী বলেন, থানায় কেন অভিযোগ দিলি? পুলিশ কী করবে বলে শফিক জেটাকে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করে শহিদসহ আরও কয়েকজন। চলাচলের রাস্তা বন্ধের বিষয়ে ওই বাড়ির আনোয়ারের স্ত্রী বলেন, রাস্তাটি আমাদের মুরুব্বিরা মানবতা দেখিয়ে তাদেরকে চলাচলের জন্য দিয়েছিল এখন আমরা নিজদের প্রয়োজনে বন্ধ করে দিয়ছি।
মারধরের বিষয়ে জানতে শহিদকে মুঠোফোনে কল দেওয়া হলে তার ছেলে কল ধরে বলেন, মারধরের বিষয়ে আমি কিছু জানিনা। আব্বা বাড়িতে মোবাইল রেখে গেছেন।
এবিষয়ে রায়পুর থানার এএসআই সাখাওয়াত হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S
চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ
সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ
চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি
কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার
মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ
পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ
তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি
বড়লেখায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার
জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা