ঢাকা বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

শ্রীপুরে স্ত্রীকে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে প্রেমিককে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ৩:৫৫

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে কারখানার ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে নির্মাণ শ্রমিক স্বামী। এসময় এলোপাতাড়ি কোপে তার স্ত্রী গুরুতর আহত হন। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাব।  মঙ্গলবার (০৫ নভেম্বর) র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানী গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানী কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম। 

গ্রেফতারকৃত আজিজুল হক (৩০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি, তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে জমি কিনে নিজ বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। নিহত আশরাফুল ইসলাম (২৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি চন্নাপাড়া গ্রামের এসএস ফ্যাশন নামক একটি কারখানা ব্যবস্থাপক। আহত তাসলিমা খাতুন (৩০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী। তাসলিমা ওই কারখানার কর্মরত শ্রমিক। আশরাফুলের তত্ত্বাবধানে কারখানায় চাকরি করতেন তাসলিমা। তার স্বামী আজিজুল পেশায় নির্মাণ শ্রমিক। প্রতিদিন সকালে কাজে চলে যান আজিজ। ফেরেন বিকেলে বা রাতে। একই কারখানায় চাকরি করায় আশরাফুল ও তাসলিমার মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। সোমবার সকালে আজিজুল কাজে চলে যান। করাত, মেজারমেন্ট টেপ, হাতুড়ি নিতে ঘণ্টাখানেক পর বাসায় ফেরেন। এসে বসত ঘর ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে অনেক ডাকা ডাকির পর দরজা খুলেন তাসলিমা। অস্বাভাবিক অবস্থায় দেখতে পান আশরাফুল ও তাসলিমাকে। উত্তেজিত হয়ে আজিজ ধারালো বঁটি দিয়ে দুজনকে এলোপাতাড়ি কোপান। 

র‍্যাব আরো জানায়, এ ঘটনায় বাদী হয়ে আশরাফুলের পিতা শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে মামলাটির ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১ ও র‍্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে আজিজকে ময়মনসিংহের ত্রিশাল থানার কাঁঠাল এলাকা থেকে গ্রেফতার করে।

এমএসএম / এমএসএম

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ